১৪ খেলায় এটা রাজস্থানের দশম জয়। সমান খেলায় চেন্নাইয়ের চতুর্থ হার। রান রেটে এগিয়ে শীর্ষেই চেন্নাই।
জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৪১ রান করে চেন্নাই। জবাবে ১৭ ওভার ১ বলে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় রাজস্থান।
লক্ষ্য তাড়া করতে নেমে অধিনায়ক রাহুল দ্রাবিড়ের ২২ রানের পরও ৪৫ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে রাজস্থান। পঞ্চম উইকেটে স্টুয়ার্ট বিন্নির সঙ্গে ওয়াটসনের ৯৩ রানের চমৎকার জুটি রাজস্থানের সহজ জয় নিশ্চিত করে।
দলীয় ১৩৮ রানে ওয়াটসন (৭০) বিদায় নিলেও দলকে জিতেছি মাঠ ছাড়েন বিন্নি (২৩ বলে ৪১*)। ওয়াটসনের ৩৪ বলের ইনিংসে ৬টি করে ছক্কা ও চার।
চেন্নাইয়ের পক্ষে জেসন হোল্ডার ২০ রানে ২ উইকেট নেন।
এর আগে মাইক হাসির (৪০ বলে ৪০) সঙ্গে মুরালি বিজয়ের (৫০ বলে ৫৫) ৮৩ রানের জুটি চেন্নাইকে ভালো সূচনা এনে দেয়। বিন্নির বলে হাসি বোল্ড হয়ে গেলে ভাঙ্গে ১১ ওভার ৩ বল স্থায়ী জুটি।
এরপর সুরেশ রায়না (১) ও মহেন্দ্র সিং ধোনির (২) দ্রুত বিদায়ে ভালো শুরুর সুবিধা কাজে লাগাতে পারেনি চেন্নাই। শেষের দিকে ডোয়াইন ব্রাভোর (১১ বলে ২৩*) আক্রমণাত্মক ব্যাটিং চেন্নাইয়ের সংগ্রহ দেড়শর কাছাকাছি নিয়ে যায়।
রাজস্থানের পক্ষে কেভন কুপার ৩২ রানে ২ উইকেট নেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।