আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৬০ কিলোমিটার জট

ফলে ঈদ ও জাতীয় শোক দিবসের ছুটি এবং হরতাল শেষে ঢাকামুখো  যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
মহাসড়ক পুলিশের গোড়াই থানার ওসি জোবায়দুল আলম জানান, বৃহস্পতিবার রাত থেকে টানা বর্ষণের কারণে যানবাহন চলাচল বিঘ্নিত হয়। এরই মধ্যে জামুর্কী, পাকুল্লা, মির্জাপুর ও কালিয়াকৈরে দুটি বাস ও চারটি ট্রাক সড়কে বিকল হয়ে বিভিন্ন স্থানে সৃষ্টি হয় যানজট।
এ কারণে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে গাজীপুরের চন্দ্রা পর্যন্ত প্রায় ৬০ কিলোমিটার সড়কে যানবাহন চলছে খুবই ধীরগতিতে।
যানজটে আটকে থাকা যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ১০ অগাস্ট ঈদের সরকারি ছুটি শেষ হলেও ১৩ ও ১৪ অগাস্ট হরতাল ও বৃহস্পতিবার জাতীয় শোক দিবসের ছুটি থাকায় শিক্ষার্থীসহ অনেকেই ঢাকা ফিরতে শুরু করেছেন বৃহস্পতিবার রাত ও শুক্রবার সকালে।
দুই লেনের সড়কে অতিরিক্ত যানবাহনের চাপে এমনিতেই মহাসড়কের বিভিন্ন অংশে জট সৃষ্টি হয়। এর মধ্যে বৃষ্টি ও গাড়ি বিকল হওয়ায় বৃহস্পতিবার রাত ১১টার পর থেকেই পরিস্থিতি জটিল আকার ধারণ করে।
দিনাজপুর থেকে বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়া ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,আট ঘণ্টা পেরিয়ে গেলও তিনি এখনো টাঙ্গাইল পার হতে পারেননি।
মহাসড়ক পুলিশের ওসি জোবায়দুল আলম জানান, মহাসড়ক পুলিশের সঙ্গে জেলা পুলিশের সদস্যরাও যানজট নিরসনে কাজ করে যাচ্ছেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।