আমাদের কথা খুঁজে নিন

   

How To Learn English

পাপ কখনও পিছু ছাড়ে না আজ হোক কাল হোক সে মূল্য নিতে আসবেই ।

ইংরেজী একটি আন্তর্জাতিক ভাষা । শুধু বিদেশে নয় , দেশে চাকুরির জন্য এই ভাষা জানা আবশ্যক । আমাদের মধ্যে অনেকেই দেশের সব্বোর্চ্চ বিদ্যাপিঠ থেকে পাশ করার পর ও ইংরেজী রপ্ত করতে পারি না । পারি না ভালোভাবে অর্নগল কথা বলতে ।

ফল সরুপ আমরা সরনাপন্ন হই বিভিন্ন ইংরেজী বিষয়ক কোর্স করতে । এটি যেমন সময় সাপেক্ষ তেমনি খরচান্ত ব্যাপার। তাই আসুন ইংরেজী শিথার ব্যপারে কিছু টিপস দিই । ১.Vocabulary বাড়ান । এজন্য আপনি বেশী বেশী Dictionary পড়তে পারেন ।

২.বেশী বেশী করে Subtitle সহ ইংরেজী Movie দেখুন । কোন word না পারলে আপনি ইংরেজী টু বাংলা Dictionary সাহায্য নিতে পারেন । *Dictionary থুজে শব্দ বের করতে না চাইলে আপনি Computerized Dictionary সাহায্য নিতে পারেন । যাতে আপনি একটি word টাইপ করলে তার অর্থ সরাসরি চলে আসবে । যদি এ জাতীয় Dictionary আপনার পিসি তে না থাকে তবে আপনি নিচের লিংক থেকে তা ডাউনলোড করে নিতে পারেন ।

89.91 MB Click This Link ৩.মোবাইলে ও একটি Dictionary রাখতে পারেন । *আজকাল রাস্তায় বের হলে দেখবেন বর্নিল সব বিঞ্জাপন ও ব্যানার ,যার সব প্রায় ইংরেজীতে করা । তাই আপনি এগুলো লক্ষ্য করবেন এবং মোবা্ইল Dictionary সাহায্যে তা তখনই জেনে নিবেন । এ জাতীয় Mobile Dictionary যদি আপনার না থাকে তবে আপনি নিচের লিংক থেকে তা ডাউনলোড করে নিতে পারেন । http://www.getjar.com ৪.যারা ইংরেজীতে বেশী দূর্বল তারা ইংরেজী Movie না দেখে cartoon Movie দেখতে পারেন ।

কারন কার্টুন Movie গুলো মূলত বাচ্চাদের জন্য তৈরী এবং এগুলোতে সহজ সহজ সব ইংরেজী বাক্য ব্যবহার করা হয় । ৫.বেশী বেশী করে ইংরেজী ম্যাগাজিন,গল্পের বই,ফান ম্যাগাজিন,সংবাদপত্র ইত্যাদি পড়ুন । ৬.Vocabulary সমৃদ্ধ হলে ইংরেজীতে কথা বলতে চেষ্টা করুন । প্রথমে কথার মধ্যে দু একটা ইংরেজ্য বাক্য ব্যবহার করুন ও পরে পুরো বাক্য বলতে চেষ্টা করুন। ৭.facebook এ কমেন্ট ও অন্যান্য Social network ব্যবহারের সময় ইংরেজীতে কমেন্ট করুন ।

Mobile SmS লখিতে ও ইংরেজী ব্যবহার করুন । প্রথম প্রথম ভুল হতেই পারে । ভুল কে সংশোধন করে নিন । ৮.এবার কথা বলার পালা । ধীরে ধীরে কথা বলতে চেষ্টা করুন ।

যতই পারেন না কেন , কথা বলতে না পারলে সবই বৃথা । তাই চেষ্টা করুন । ৯.আমরা জড়তা ও লজ্জার কারনে ইংরেজীতে কথা বলতে পারি না । যতই কোর্স করি না কেন এবং শিখি না কেন জড়তা ও লজ্জা দূর করতে না পারলে কথা বলতে পারবেন না । তাই জড়তাকে আগে দূর করতে হবে ।

১০.এবার নিজের বন্ধু,ভাই বোন,ছাত্র ছাত্রী এবং অন্যান্যদের সাথে ধীরে ধীরে ইংরেজীতে কথা বলার অভ্যাস গড়ে তুলুন । সবচেয়ে ভালো হয় অপনার মত কাউকে আপনার কথা বলার partner করে নেয়া। চেষ্টা করুন এভাবে,আশা করছি ব্যাপার গুলো আপনাকে ইংরেঝ শিখতে সাহায্য করবে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।