আমাদের কথা খুঁজে নিন

   

:::::::::: রানী কাহীনি:::::::::::



প্রতি দিনের মত আজ রাতেও আমার পিচ্চি ভাগিনাটি গল্প শুনবে বলে বায়না ধরলো; তো ফরমায়েশ অনুযায়ী অন স্পোট স্কিপট দিয়েই গল্প শুরু করে দিলাম;এক দেশে এক রানী ছিল আর ছিল তার প্রিয় পোষা শিকারী কুকুরের দল ৷ সেই কুকুর গুলোর এমনই শিকার ধরার খ্যাতি ছিল যে আশ পাশের রাজ্যে তাদের নাম ছড়িয়ে পড়লো!  সে যাক রানী তোশামোদ খুব পছন্দ করতেন আর তার মন্ত্রী সভায় সবাই তাকে সারাটা সময় খুশি রাখাতেই ব্যস্ত রাখতেন ওদিকে প্রজারা চরম কষ্টে দিন যাপন করছে তো সেদিকে কারও কোন আমলই নেই৷ এভাবে দিন যায় বছর যায় আর প্রজাদের দুঃখ বারতেই থাকে তো সেই কষ্ট একদিন ক্ষোভে রূপ নিল এবার প্রজারা সিদ্ধান্ত নিল তারা রানীর মহল ঘেৱাও করবে অধিকারের দাবীতে; সব দেখে শুনে রানীরৃ রাগে আগুন হয়ে গেল আর তার পরিণতি হলো ভীষন খারাপ, রানী তার পোষা কুকুর গুলোকে লেলিয়ে দিল তেমনি কুকুর গুলোও ঝাপিয়ে পড়লো অসহায় মানুষ গুলোর উপর আর খুবলে খাবলে খেতে লাগলো একের পর একজনকে অন্যদিকে ঠিক একই সময় রানীর জলসা ঘরে চলছে সেতার আর নাচানেআলার নূপুরের ঐকতান! এক সময় সব কিছু নীরব হয়ে গেল, রাজ্যের আর একজন প্রজাও জীবিত রইলোনা - জলসা ঘরের সব বাতিও নিভে গেল একে একে ৷ রানী আজ দারুন খুশি, সুখের হামি দিতে দিতে এক সময় খেয়ালী রানী সোনার পালঙ্কে গভীর তন্দ্রায় ঢলে পড়লো৷ ভাগীনা এবার বললো, মামা গল্প শেষ? আমি একটু থেমে বললাম, না সোনা তারপর সেই কুকুরগুলোর তো অভ্যাস বদলে গেল মানুষের মাংসের স্বাদ পেয়ে গেছে অন্যকিছু আর মুখে রুচেনা! এবার ওদের চোখ পড়লো রানীর তোশামদী মন্ত্রীদের উপর, এক এক করে রাজ্যে জনশূন্য হয়ে গেল শুধু রানী ছাড়া ৷

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।