আমাদের কথা খুঁজে নিন

   

লেট নাইট পোস্ট, হাত গুটিয়ে বসে থাকবেন না।

দ্যা ব্লগার অলসো.....

***পাকিদের আমরা কোনোভাবেই সাপোর্ট করতে পারিনা। স্পোর্টসম্যানশীপের দোহাই দিয়ে তো নয়ই। ওরা শুধু ঘৃণার যোগ্য। ***ইনডিয়াকে কোনোকালেই সহ্য হতোনা। ইনডিয়ানদেরকে তো নয়ই, ক্রিকেট টিমটাকে শুরু থেকেই বিষদৃষ্টিতে দেখতাম।

ঘৃণাটা আরো ঘনীভূত হলো, যখন এরা আমাদের সাথে খেলতে অনীহা জানিয়ে বসলো তখন। তবে মনে করার কোনো কারণ নেই, এ কারণেই পোস্টটা লিখছি। আজ অজিদের বিরুদ্ধে ইনডিয়া জিতেছে। প্রথম ম্যাচটা হারতে হারতে । দ্বিতীয় ম্যাচে সহজে।

অবশ্যই অভিনন্দন তাদেরকে। অজিদের হারানো সবসময়ই কৃতিত্বের। কিন্তু বদহজম হলো তখন, যখন ইনডিয়ার নিউজ চ্যানেলগুলো স্ক্রল করছিলাম। সবগুলো চ্যানেলে কথার ফুলঝুড়ির সাথে সাথে টর্ণেডোর গতিতে চলছিলো টিমইনডিয়ার স্তুতিবাক্য। আজব আজব চেহারার রিপোর্টার, ততোধিক আজব চেহারার গেস্টরা ফুলিয়ে ফাঁপিয়ে বর্ণণা করে চলেছিলো অসূর বধের কাহিনী।

কথা হলো, অজিদের বিরুদ্ধে ইনডিয়ার এ জয়টাকে এভাবে সপ্তাকাশে চড়ানোর মতো কি হলো? রেন্কিং ১ টিম সমশক্তির একটা দলকে টেস্টে হারিয়েছে, এখানে ওয়ার্ল্ড কাপ জেতার মতো কোনো ঘটনা তো ঘটেনি। কিন্তু বিশ্বাস করুন, চ্যানেলগুলোতে যেভাবে সাইক্লোন চলছিলো, তাতে করে মনে হচ্ছিলো, টিম ইনডিয়া একই সাথে একই ম্যাচে সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া,ইংল্যান্ড সহ বড়ো বড়ো দলগুলোকে হারিয়ে দিয়ে ওয়ার্ল্ড কাপ জিতেছে। বাংলাদেশ এখন উন্নতির পথে আছে। তারা যদি নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজটা জিততে পারে, তাদেরকে এহেন উল্লাস শোভা পায়। একজন তো বলেই বসলো- ক্রিকেট হামারা ধর্ম হ্যায়, অওর শচীন হামারা ভগবান! মানে ক্রিকেট মোদের ধর্ম,আর শচীণ আমাদের ভগবান।

অন্য একজন বললো- টিম ইনডিয়াকো কোই নেহি হারা সাকতা। টিম ইনডিয়াকে কেউ হারাতে পারবেনা! একটু ঠান্ডা মাথায় দেখলে দেখা যাবে,অজিদের এ স্কোয়াডটি ইনডিয়ার চে ঢের বেশি অনভিজ্ঞ। অজিদের বোলিং লাইনআপে নেই ক্ষুরধার কোনো স্পিনার। যা টুইটুম্বুরে ভরপূর ইনডিয়ান স্কোয়াডে। শেহওয়াগ,লক্ষণ,দ্রাবিড়,শচীন,গম্ভীর, মূরালি বিজয়,ধোনি,রেইনার বিপরীতে ক্যাটিচ,ক্লার্ক,হাসি, পন্টিং,টিম পেইন নামগুলোকে অপেক্ষাকৃত হালকা মনে হচ্ছেনা? তদূপরি হরভজন বা ওঝাকে টেক্কা দেয়ার মতো কোনো স্পিনারই নেই অজিদের।

সর্বোপরি নিজেদের মাটিতে, নিজেদের পিচে অপেক্ষাকৃত কম শক্তির অজি লাইনআপের বিরুদ্ধে এ জয়ে উন্মাতাল হয়ে পড়েছে ভারতীয়রা। রিকি পন্টিং হারলে আনন্দ পাই। কিন্তু ইনডিয়ানদের বাড়াবাড়ি দেখে ভিরমি খেলাম। লে বাওয়া,তোমরা কি বিশ্বের এক নম্বর টিম? যদি তাই হয়, তোমাদের এ লাগামছাড়া উচ্ছাসের মানেটা কি? নাকি, অজিদের বিরুদ্ধে জয় পাওয়াটা তোমাদের জন্য বেহেশতে যাবার সমান?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।