আমাদের কথা খুঁজে নিন

   

আরো কত ...যুগ অপেক্ষা করতে হবে আমাদের একটি কল্যান কামী রাস্ট্রের জন্য........

shamseerbd@yahoo.com

৩৩ জন মানুষ কে উদ্ধার করা হচ্ছে ২০০০ ফিট মাটির নীচ থেকে ৬৯ দিন পর, আর তাদের অপেক্ষায় পুরো একটি দেশ, সাথে শুভকামনা সহ বিশ্ববাসী । কল্যানকামী রাস্ট্রের একটা চমৎকার উদাহরন স্হাপন করল চিলি..। সরাসরি দেখছি আর শিহরিত হচ্ছি- জীবন যে আসলে কত সুন্দর, আনন্দের এই বেঁচে থাকা..............পরক্ষনে নিজেদের কথা ভেবে কস্ট হচ্ছে..........আরো কত ...যুগ অপেক্ষা করতে হবে আমাদের একটি কল্যান কামী রাস্ট্রের জন্য....... এখন পর্যন্ত ২২ জনকে উদ্ধার করা হয়েছে। এক একজনকে উদ্ধার করা হচ্ছে আর চিলির প্রেসিডেন্ট তাকে জড়িয়ে ধরে স্বাগত জানাচ্ছেন নতুন জীবনে.............

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।