https://www.facebook.com/ekramict
আপনি নতুন ব্লগার
সামহোয়্যার ইন ব্লগে... আপনাকে স্বাগতম। আপনাকে প্রথম পাতায় লেখার সুযোগ দেবার আগে আপনাকে ৭দিন পর্যবেক্ষনে রাখা হবে। প্রথম পাতায় লেখা পোষ্ট করার সুবিধা পেতে ভালো লেখা পোষ্ট করুন এবং ব্লগের নিয়ম মেনে চলুন।
আর কতকাল অপেক্ষা করতে হবে জানিনা। ৩ মাস ২ সপ্তাহ হতে চলল ব্লগে আছি।
প্রতি দিন অফিস এ ৮.৩০ থেকে ৫.৩০ পর্যন্ত ব্লগ পড়ি। কত পোস্টে কমেন্ট করতে মন চায়। কত জন উপদেশ চায় কিন্তু জানা থাকা সত্ত্বেও কিছু করতে পারি না, কারন আমি এখনও watch এ ই আছি। এতদিন এও কেন জেনারেল হতে পারলাম না কে জানে!!! আমার বাসায় নেট নাই, অফিস এ আসার পর প্রতিদিন প্রথম এই সাইট এ ই ঢুকি, এই আশায় যে দেখব আমি আজ থেকে জেনারেল। কিন্তু হায়-------
যতখানি সম্ভব লেখা পোস্ট করার চেষ্টা করছি, কিন্তু যদি প্রথম পাতায় ঠাই না পাই, কেউ না ই পরল, কেউ কমেন্ট ই না করল, তাহলে লিখার উৎসাহ কিভাবে পাই বলেন??? আর অন্নের বিভিন্ন লিখায় ও তো কমেন্ট করতে মন চাইতে পারে আমার।
কি যানি ভাই, কবে moderator রা আমার উপর সদয় হবেন।
অপেক্ষায় থাকলাম...।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।