আমাদের কথা খুঁজে নিন

   

উ. কোরিয়ার জন্য জরুরি অর্থসহায়তা চাইল জাতিসংঘ

উত্তর কোরিয়ায় চলমান তীব্র খাদ্যসংকট মোকাবিলায় গতকাল বৃহস্পতিবার দাতাদের কাছ থেকে জরুরি ভিত্তিতে অর্থসহায়তা চেয়েছে জাতিসংঘ। আজ শুক্রবার ‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে এ কথা জানানো হয়।

গতকাল জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোলাম ইসাকজাই এক বিবৃতিতে জানান, ২০১৩ সালে উত্তর কোরিয়ার খাদ্য, স্বাস্থ্য ও পয়োনিষ্কাশন ব্যবস্থার জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন, তা থেকে এখনো নয় কোটি ৮০ লাখ ডলার ঘাটতি রয়েছে।

উত্তর কোরিয়ায় প্রায় ২৪ কোটি মানুষের প্রতিবছর খাদ্যসহায়তা প্রয়োজন হয়। দেশটির পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে ২৮ শতাংশ চরম পুষ্টিহীনতায় ভুগছে।

ইসাকজাই বলেন, উত্তর কোরিয়ার লাখ লাখ মানুষের জীবন রক্ষায় বহির্বিশ্বের সহায়তা এখনো বড় ধরনের ভূমিকা পালন করে চলেছে। তিনি বলেন, এ সহায়তা যদি চালিয়ে না নেওয়া যায়, তবে হিতে-বিপরীত হবে।

জাতিসংঘের মাধ্যমে উত্তর কোরিয়ায় সহায়তা দানকারী দেশগুলোর মধ্যে অন্যতম যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।