জানার আগ্রহ মানুষের চিরন্তন, বই হলো তার বাহন, আইনের মৃত্যু আছে কিন্তু বইয়ের মৃত্যু নেই।
বয়স বৃদ্ধির মর্যাদা সম্পর্কে রাসুলুল্লাহ (সাঃ) এর বানীঃ
হযরত উসমান (রাঃ) থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন- রাসুল (সাঃ) ইরশাদ করেছেন,
মুমিন বান্দা যখন চল্লিশ বছর বয়সে উপনীত হয়,তখন আল্লাহ তার হিসাব-নিকাশ সহজ করে দেন। যখন ষাট বছরে উপনীত হয়,তখন আল্লাহ তাকে আল্লাহ মুখিতাদান করেন। যখন সত্তর বছরে উপনীত হয়, তখন আসমানের অধিবাসীরা তাকে ভালোবাসতে শুরু করে। যখন সে আশি বছরে উপনীত হয়, আল্লাহ তখন তার ভালো কাজ গুলোকে সুবিন্যস্ত করে দেন এবং তার খারাপ কাজ গুলোকে মিটিয়ে দেন।
আর যখন সে নব্বই বছর বয়সে উপনীত হয়, তখন আল্লাহ তার আগে-পরের সব গুনাহ মাফ করে দেন, তার পরিবারের জন্য সুপারিশ করার অধিকার প্রদান করেন এবং আসমানে তার নামের সঙ্গে লেখা হয়-" এই বান্দা পৃথিবীতে আল্লাহর জন্য আবদ্ধ"।
(ইবনে কাসির, মুসনাদে আহমদ, উদ্ধৃতিঃ মারেফুল কুরআন)
এ হাদিস থেকে শিক্ষাঃ
* বয়স্ক প্রবীণদের জন্য এ হাদিস একটি বিরাট সান্তনা ও অনুপ্রেরণা।
* এ হাদিস থেকে আমরা প্রবীণদের মর্যাদা অনুধাবন করতে পারি।
অতএব বয়সে বড় ও প্রবীণদের মর্যাদা দেয়া আমাদের নৈতিক দায়িত্ব। তাদেরকে সব সময় শ্রদ্ধা করতে হবে।
তাদেরকে বৃদ্ধাশ্রমে না পাঠিয়ে সেবা যত্ন করতে হবে।
হে আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। আমিন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।