বানেসাঁস- এখনি সময় একটি বাংলাদেশী রেনেসাঁস বা পুনর্জাগরণ!
কেউ কি বলতে পারবেন, গত কয়েক মাস এভারেস্ট-নেভারেস্ট নিয়ে বিভিন্ন বাংলা ব্লগে কতগুলো লেখা প্রসব করা হয়েছে এবং তার সাথে কি পরিমান মন্তব্য ও প্রতিমন্তব্য অঙ্কুরিত হয়েছে? অথবা, সম্মিলিত ভাবে কি পরিমান সময় ব্যয় হয়েছে?
কি পারছেন না?
আসলে আমারও এর উত্তর জানা নেই। তবে এতটুকু বুঝতে পারি সম্মিলিত ভাবে যত সময় ব্যয় করা হয়েছে এতে হয়ত আরো কিছু বাংলাদেশী এভারেস্ট বিজয় করে ফেলতে পারতেন!
আমার দৃষ্টিতে এভারেস্ট-নেভারেস্ট তর্ক-বিতর্কে যে জিনিসটা সবচেয়ে বেশি পীড়াদায়ক মনে হয়েছে তা হলো আমাদের "সততা"। এর আগে যেহেতু এই বিষয়ে কিছু বলার (এভারেস্ট-নেভারেস্ট : আমাদের বাংলাদেশীদের সততা নিয়ে প্রশ্ন? ) চেষ্টা করেছি তাই আজকে আর এনিয়ে কথা বাড়াব না! কিন্তু, কিছু কিছু আমজনতার মন্তব্য ও প্রতিমন্তব্যের ভাষা এবং তোষামোদী আচরণে খুবই হতাশা বোধ করেছি। এর ভিতর যেমন উপগ্রহরা ছিলেন, ছিলেন ছোট ও বড় গ্রহরাও! কারো পক্ষ নিয়ে বলতে গিয়ে, যুক্তি-তর্ককে পাশ কাটিয়ে অতি মাত্রায় আবেগী হয়ে নিজে যেমন নিজকে ছোট করেছেন ঠিক তেমনি ব্লগের পরিবেশকেও নষ্ট করেছেন! যেহেতু কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে আমার এই লেখা নয় তাই সংগত কারণে কোনো গ্রহ-উপগ্রহের নাম উল্লেখ করছি না।
হয়ত একদিন এই এভারেস্ট-নেভারেস্ট বিতর্ক থেমে যাবে, কিন্তু বর্তমান ব্লগের যে পরিবেশ তাতে কেন যেন মনে হচ্ছে এর পর শুরু হবে গ্রহ-উপগ্রহরা কে কত নীচ তা প্রমান করার নগ্ন নৃত্য!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।