নিঃস্বার্থ মন্তব্যকে ধন্যবাদ, সাময়িক ভাবে আমি মন্তব্যে নেই
একদিন খুব ইচ্ছে করে এ দেশ ছেড়ে
অনেক দুরে,
টপকে পাঁচিল
পাহারাদারের চোখ এড়িয়ে
পালিয়ে আসি নিজের বাড়ি
ফিরতি পথে জিরিয়ে নিতে তোমার বাড়ি
ঠান্ডা ঠোঁটে
চুমুক চুমুক
গরম স্যুপ, ঠিক তখনই
তুমি আমায় দিচ্ছো আড়ি
হাত নাড়ছে দুর সীমানার গাছের সারি
বিশাল পূর্ণ শস্য ক্ষেতে
আমায় নিয়ে
অশ্রু চোখে
ট্রেন ছুটছে শূণ্যবাড়ি
------
ড্রাফট ২.০/
কবিতাতে ইচ্ছে থাকে,
ইচ্ছে মানেই কবিতা নয়
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।