মামুরা,
নেট থিকা কেডা কত টেকা পায় জানি না, কিন্তু আমি ১ টেকাও পাই নাই।
মনে অনেক কষ্ট নিয়া ১ বন্ধু রে জিগাইলাম। কয় ব্লগ বানা।
শেষ তাক বানাইলাম।
১টা ডোমেইন ফাউ পইরা ছিলল, ওটায়। মামুরা ১টু দেখেন তো ্কেমন হইছে। http://www.gazipurbd.net খালি এডসেন্স ইউজের লাইগা বানাইসছি। কোন ভিগিটর ই পাই না
ক্লিক তো দূরে থাক।
কোন বুদ্ধি থাকলে দিয়া যাবেন কইলাম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।