আমাদের কথা খুঁজে নিন

   

দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

বৃহস্পতিবার ভোরে চাটখিল পৌর এলাকার হালিমা দিঘীর পাড়ে এ দুর্ঘটনা ঘটে বলে চাটখিল থানার উপ পরিদর্শক মো. মহসিন জানান।
নিহতরা হলেন- চাটখিল পৌর এলাকার ভীমপুরের আবুল খায়েরের ছেলে আবুল হুজাইল (২৪), হরিকৃষ্ণপুর গ্রামের আবু তাহেরের ছেলে সাইদুজ্জামান রায়হান (৩৮) ও সুন্দলপুর গ্রামের রুহুল আমিনের ছেলে মো. নাছির (৩৯)।
আহত রাকিব (২২) ভিমপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে। তাকে প্রথমে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সেখান থেকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদের মধ্যে হুজায়েল ও রাকিব সোনাইমুড়ির একটি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।


প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, ভোর ৫টার দিকে ভীমপুর থেকে হুজাইল ও রাকিব মোটরসাইকেলে করে জেলা শহর মাইজদী যাচ্ছিলেন। একই সময়ে  সোনাইমুড়ি থেকে অন্য একটি মোটরসাইকেলে করে চাটখিল আসছিলেন নাছির ও রায়হান।
হালিমা দিঘীর পাড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়।
ওই সময় ফজরের নামাজ শেষে মসজিদ থেকে বেরিয়ে আসা মুসল্লিরা আহত রাকিবকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।


এসআই মহসিন জানান, নিহতদের লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।