দাও ফিরে সে অরণ্য
ডা.সুরাইয়া হেলেন
হ্যারিকেন কুপি খোঁজ কর
ঝেড়ে মুছে তেল ভর ।
তালের পাখা কোথায় জান ?
মেলা থেকে কিনে আন ।
গ্রামে গিয়ে জমি কেনো
সেই ক্ষেতে ধান বোনো ।
চাল ডালে কাঁকর আর
মাছে ফর্মালিন,
সব্জীতে কেমিক্যাল
কী খেয়ে কাটবে দিন ?
দ্রব্যমূল্যের ঊর্ধগতি
কার কী তা’তে,কী-ই বা ক্ষতি?
গ্রাম বাংলার পুকুরে
চাষ কর মাছেরে ।
পানির জন্য হাহাকার
চৈত্র যেন ঘরে সবার !
চলে যাও গ্রামের পুকুরে
পানি নাও প্রাণ ভরে ।
মাটির ঘরে দাও ছন
ভূমিকম্পে বাঁচবে জন ।
দাও ফিরিয়ে সেই সবুজ গ্রাম
ধ্বংস হোক ইট-পাথর নগর ট্রাফিক-জ্যাম !
”দাও ফিরে সে অরণ্য
লহ এ নগর !”
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।