আমাদের কথা খুঁজে নিন

   

তুই থাক, থেকে দ্যাখ, ভালো হবে

পতাকায় ফালগুন মানচিত্রে বসন্ত

তোকে জানি জেনে বুঝি পড়ি ঠিকঠাক মুখস্ত করি লিখে রাখি পাই ফুলমার্ক। তোকে পরি ভাঁজ ভাঙি সুগন্ধি পাই সযত্নে খুলি ভাঁজ করি সেল্বে সাজাই। তোকে বাজি গান শুনি সুরে বাধি রিউইন্ড করি, ফরোয়ার্ড করি নিঃশব্দে কাঁদি। যত ছুঁই তোর ভূই ভালো লাগে তোকে ভাঙি ভেঙে দেখি সবকিছু খুব জাগে। রাতে দেখি দিনে দেখি ভোরে দেখি চোখে-চোখে চোখ দেখি লড়ে দেখি।

তোকে আঁকি চাররঙে মোটা দাগে নদী আঁকি গাছ আঁকি ভালো লাগে। তোকে চাই খুব চাই দিনে রাতে তোকে চাই খুব চাই তিনবেলা মাছে-ভাতে। নদী বিলে সব মিলে চাই তোকে সব দিনে ঝড়রোদে চাই শোকে। এই বুকে তুই থাক ভালো থাক নদী হয়ে গান হয়ে পাখি হয়ে ফুল হয়ে। তুই থাক থেকে দ্যাখ ভালো হবে তুই থাক থেকে দ্যাখ আলো হবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।