স্বাগতম
আমি আগেও এ নিয়ে একটি পোস্ট দিয়েছিলাম।কিন্তু কে শুনে সেই কথা।
আজ বাংলাদেশের টাইগারদের বিজয় শুধু বাংলাদেশের গন্ডিতেই সীমাবদ্ধ থাকলো। আফসুস বিশ্বের লাখ লাখ ক্রিকেট দর্শক এই আনন্দ লাইভ উপভোগ করতে পারলো না।কারন টেন স্পোর্স, ক্রিক ওয়ান ,ফক্স বা নিউ স্পোর্স কেউ এই খেলা লাইভ দেখাচ্ছে না।
এই খবর যখন বিসিসিবির কর্তা ব্যাক্তিরা জানেন তখনও আমাদের মতো লাখ লাখ প্রবাসী বা বিদেসীদের কথা তাদের মাথায় আসেনা।কেউ কেউ বলছেন নিউ স্পোর্স এর সঙ্গে কন্ট্রাকট থাকায় অন্য চ্যানেলে আমাদের খেলা দেখানো যাবেনা।
এটা কি মগের মুল্লুক?আমাদের দেশের টীম ভাল খেলছে অথচ আমরা তা বাইরে দেখাবনা ? নিকুচি করি এই কন্ট্রাকটের এছারা আমাদের বিটিভি ওয়ার্ড আছেনা? ওটা কার জন্য চলছে ??
শেষে বলছি অনেকেই ওয়েভ সাইট দেবেন ইন্টারনেটে দেখার জন্য কিন্তু ভাইটি জামানা বদল গিয়া।মানুষ এখন পরিস্কার টিভি দেখার জন্য HD TV কিনছেন সেখানে কেবল থাকা সত্ত্বেও কেন ওয়েভে ঝাপসা ছবি দেখবে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।