আমাদের কথা খুঁজে নিন

   

'Is Hell exothermic (gives off heat) or endothermic (absorbs heat)?'

wanna know and show everything I can......

আজকে এক ফেইসবুক বন্ধুর প্রোফাইলে শেয়ার করা একটা পোস্ট দেখলাম। যা ব্লগে শেয়ার না করে পারলাম না। সম্প্রতি University of Washington এর রসায়ন বিদ্যার মধ্য টার্ম পরীক্ষার বোনাস প্রশ্ন 'Is Hell exothermic (gives off heat) or endothermic (absorbs heat)?' এর উত্তরে এক পরীক্ষার্থী লিখেছিলো ( হোক না হোক বাংলায় অনুবাদের চেষ্টা করলাম), প্রথমে, আমাদের জানতে হবে নরকের পরিমান সময়ের সাথে কিভাবে পরিবর্তিত হচ্ছে। সেজন্য আমাদের জানতে হবে, নরকে কি পরিমানে আত্না ঢুকছে আর কি পরিমান বের হয়ে আসছে। আমি মনে করি এটি খুব সহজে অনুমেয় যে, কোন আত্না নরকে একবার ঢুকলে সেটি আর বের হয়ে আসতে পারবেনা।

সেহেতু নরকে ঢুকার পরে কোন আত্না আর বের হয়ে আসতে পারছেনা। বিশ্বের বিভিন্ন ধর্ম বিবেচনায় নিলে দেখা যায় যে, সকল ধর্ম কোন না কোন ভাবে স্বীকার করে ঐ ধর্মের সদস্য ব্যতীত বাকিরা সবাই নরকে যায়। সেই হিসাবে পৃথিবীর সকল ধর্মের লোকদের আত্না নরকে যাবে। কারন সবাই কোন না কোন ভাবে নিজ ধর্ম বাদে অন্য ধর্মের বহির্ভূত। জন্ম-মৃত্যুর হার অনুযায়ী, নরকে আত্নার সংখ্যা মাত্রাতিরক্ত হারে বেড়েই চলেছে।

এখন নরকের পরিমানের দিকে লক্ষ্য রাখি, যেহেতু Boyle's Law অনুযায়ী নরকের তাপমাত্রা ও চাপ সমান থাকলে নরকের পরিমান আত্নার সংখ্যা বৃদ্ধির সাথে আনুপাতিক হারে বাড়বে। ফলে দুইটি ঘটনা ঘটতে পারে- ক) যদি নরকের পরিমান নরকে আত্না ঢুকার সংখ্যার চেয়ে ধীর গতিতে বাড়ে তাহলে নরকের তাপমাত্রা ও চাপও বাড়বে যদি না নরক break loose (বাংলা শব্দটা মাথায় আসলোনা)। খ) যদি নরকের পরিমান নরকে আত্না ঢুকার সংখ্যার চেয়ে বেশি গতিতে বাড়ে তাহলে নরকের তাপমাত্রা ও চাপ কমবে যদি না নরক freezes over (এখানেও বাংলা শব্দটা মাথায় আসলোনা)। তাহলে নরকের তাপমাত্রা ও চাপ কি বাড়বে? নাকি কমবে? এখন যদি আমরা তেরেসা ( আমার কলেজ জীবনের girlfriend) এর স্বীকার্য "it will be a cold day in Hell before I sleep with you" -কে সত্য বলে ধরে নিই এবং ধরে নিই যে আমি তার সাথে গত রাতে ঘুমিয়েছিলাম, তাহলে খ নং ঘটনাটি সত্য হতে বাধ্য, এবং তাই আমি নিশ্চিত হতে পারি যে নরক হচ্ছে exothermic এবং has already frozen over । এই থিয়রির অনুসিদ্ধান্ত, যেহেতু নরক has frozen over, সেহেতু নরক আর কোন নতুন আত্না গ্রহন করতে পারেনা, extinct...leaving only Heaven, যা প্রমান করে existence of a divine being which explains why, last night, Teresa kept shouting "Oh my God."THIS STUDENT RECEIVED THE ONLY 'A'." বিঃদ্রঃ লেখাটি কোন ধর্মকে কটাক্ষ করার জন্য নয় (আমি ব্লগে ধর্মের পক্ষে বিপক্ষে লিখতে বা মন্তব্য করতে অনিচ্ছুক), তবে যদি কারো মনে খারাপ মনে হয়ে থাকে, তাহলে আমি আন্তরিকভাবে দূঃখিত।

সূত্রঃ ফেইসবুক থেকে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।