এতে আটকে পড়া যানবাহনের শত শত ঢাকাগামী যাত্রী বাস থেকে নেমে ২/৩ কিলোমিটার পথ হেঁটে ফেরি ও লঞ্চে উঠছেন।
বিআইডবিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের কর্মকর্তা মো. জিল্লুল রহমান জানান, ঈদের ছুটি এবং টানা ৪৮ ঘণ্টার হরতাল শেষে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ ঢাকায় ফিরতে শুরু করেছেন। ফলে দৌলতদিয়া ফেরিঘাটে যানবাহনের বাড়তি চাপ সৃষ্টি হয়।
বর্তমানে দৌলতদিয়া পাটুরিয়া নৌপথে ১০টি রো রো এবং তিনটি কে টাইপ ফেরি পারাপারে নিয়োজিত রয়েছে।
তিনি বলেন, দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে তিন কিলোমিটার এলাকাজুড়ে পাঁচ শতাধিক ছোটবড় বাস, ট্রাক ও প্রাইভেটকার পারাপারের জন্য অপেক্ষা করছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।