আমাদের কথা খুঁজে নিন

   

১০-১০-১০ কিভাবে স্মরনীয় করে রাখি?অদ্ভুত দাবী মেটাবো কিকরে?


ফটো-ফাহাদ কাইজার। ১০-১০-১০ তারিখটা কি খুবই গুরুত্বপূর্ণ কোনো তারিখ বা ক্ষন? জীবনের প্রতিটি দিন প্রতিটি সময় যেখানে গুরুত্বপূর্ণ সেখানে এই দিনটিকে কেনো আলাদা ভাবে মনে রাখতে হবে? কোনো বিশেষত্ব কি আছে? সময়ের সঙ্গে যাদের যুদ্ধ , যাদের টিকে থাকাটাই বিলাসিতা তাদের জন্য এই রকম দিনটিকে মনে রাখার গুরুত্বকতোটুকু? আজ অদ্ভুত এক দাবী নিয়ে আমার কাছে একটি এসএমএস এসেছে! আজকের দিনটিকে যেভাবেই হোক স্মরনীয করে রাখতে হবেই। কিন্তু এই অদ্ভুত দাবী মেটাবো কিকরে? কি করা যায়? আপনারা কে কি করলেন একটুকু জানিয়ে দেন না! যদি কোনো আইডিয়া শেয়ার করেন! আমার নিকট এই দিনটি যে স্মরনীয় করে রাখতে বলেছে সে আমার থেকে ৩০০ কিলোমিটার দূরে থাকে। তার সঙ্গে দেখা হয়নি ৬ মাস। মোবইলে কথা হয়নি ১ মাস। এতোদিন পর স্রেফ একটা এসএমএস। আমি দিনটি স্মরনীয় করে রাখতে চেয়েছি সামু বন্ধুদের সঙ্গে শেয়ার করে। আপনারা কি আমার মতোই কাজের চাপে চিড়েচ্যাপ্টা হয়ে সময় দিন ক্ষনের হিসেব মনে রাখেন না? নাকি দুচোখভরা স্বপ্নে বিভোর হয়ে আছেন?
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।