আমাদের কথা খুঁজে নিন

   

বাস উদ্ধারে যাচ্ছে সেনা ও নৌ বাহিনী

© এই ব্লগের সকল কপি পেস্ট সর্বস্বত্ব সংরক্ষিত !!

সাভার, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারে তুরাগ নদীতে ডুবে যাওয়া বাসটি উদ্ধারে সেনাবাহিনী ও নৌবাহিনীর উদ্ধারকারী দল যোগ দিচ্ছে। ঘটনাস্থলে উপস্থিত ঢাকার জেলা প্রশাসক মো. মোহিবুল হক দুপুর সোয়া ২টার দিকে সাংবাদিকদের জানিয়েছেন, বাসটির সন্ধান এখনো মেলেনি। তা উদ্ধারে সেনাবাহিনী ও নৌবাহিনীর উদ্ধারকারী দল রওনা হয়েছে। ওদিকে উদ্ধার অভিযানে কর্তৃপক্ষ ঢিলেমি করছে- এ অভিযোগে বিক্ষোভরত স্থানীয়দের লাঠিপেটা করেছে র‌্যাব। রোববার বেলা সাড়ে ১১টার দিকে ডুবে যাওয়া ওই বাসের আট যাত্রী উঠে এলেও বাসটির অবস্থান দুপুর সোয়া ২টা পর্যন্ত চিহ্নিত করতে পারেনি ডুবুরীরা।

রাজধানীর উপকণ্ঠে সাভারের আমিনবাজারের সালেপুর সেতুর কাছে ডুবে যাওয়া ওই বাস উদ্ধার কাজ তদারকিতে প্রশাসনের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ নেতারাও নেমে পড়েছেন। ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সাভার প্রতিনিধি সেলিম আহমেদ জানিয়েছেন, কয়েক হাজার লোক রাস্তায় জড়ো হয়েছে। মাত্র তিনজন ডুবুরী বাসটির সন্ধান চালানোয় এবং ঘটনার দুই ঘণ্টা পরও বাসটির কোনো সন্ধান না মেলায় স্থানীয়রা এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন। তখন র‌্যাব তাদের লাঠিপেটা করে। প্রায় অর্ধশত যাত্রী নিয়ে বৈশাখী পরিবহনের ওই বাসটি ঢাকা থেকে সাভার যাচ্ছিলো।

পুলিশ জানিয়েছে, উদ্ধার অভিযানে পুলিশের পাশাপাশি ঢাকা থেকে দমকল বাহিনীর ডুবুরীরও যোগ দিয়েছেন। দমকল বাহিনীর ঢাকা বিভাগের উপ-পরিচালক আব্দুর রশিদ দুপুর দেড়টার দিকে সাংবাদিকদের বলেন, "উদ্ধার কাজ চলছে। অভিযানে যোগ দিতে ঢাকা থেকে আরো ডুবুরী আসছে। " এর আগে সাভার থানার ওসি মাহাবুবুর রহমান পৌনে ১টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নদীতে খুব স্রোত। এখনো বাসটি খুঁজে পাওয়া যায়নি।

আটজন জীবিত অবস্থায় বেরিয়ে এসেছেন। দমকল বাহিনী বাসটি খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে। " বাসটি থেকে বেরিয়ে আসাদের একজন তপন (২৫) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, তিনি বেরিয়ে আসার সময় বাসটিতে ৪০-৫০ জন আটকা পড়ে ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমআই/১৪২৪ ঘ. Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।