seremos como el Che
[এই চিঠিটি তার ছেলে-মেয়েদের লেখা চে’ গুয়েভারা’র শেষ চিঠি। এটি তিনি বলিভিয়ায় যাওয়ার আগে তাদের জন্য লিখে রেখে যান তার মৃত্যুর পর পড়ার জন্য]
প্রিয় হিলডিটা, এ্যলেইডিটা, ক্যামিলো, সেলিয়া এবং আর্নেস্তো,
তোমরা যদি একদিন এই চিঠিটি পড়ো, তার মানে হল আমি আর বেঁচে নেই। তোমরা আমাকে প্রায় মনে করতেই পারবে না, আর তোমাদের মধ্যে সবার ছোটটি তো আমাকে পুরোপুরিই ভুলে যাবে।
তোমার বাবা ছিল এমন একজন মানুষ ছিল যে তার মতে যেটা সেরা সেটাই করতে চেষ্টা করেছে, এবং যে তার সেই বিশ্বাসে অবিচল ছিল।
ভাল একজন বিপ্লবী হয়ে ওঠো।
দক্ষতা অর্জন করার জন্য কঠোর পড়াশুনা করো, যেটা তোমাদের স্বভাবের উপর কর্তৃত্ব দান করবে। মনে রাখবে যে বিপ্লবটাই প্রয়োজনীয় এবং আমরা প্রত্যেকে, আলাদা আলাদা ভাবে কিছুই নই।
সবার আগে, পৃথিবীর যে কোন জায়গায়, যে কারো বিরুদ্ধে, যে কোন অবিচার গভীরভাবে অনুভব করার জন্য সবসময় নিজেকে প্রস্তুত রাখবে।
আমার সন্তানেরা, আমি সবসময়ই তোমাদের। তোমাদের আবার দেখার আশা রইল।
বাবার কাছ থেকে একটি বিশাল দৃঢ় চুম্বন। ।
এই লেখাটি ভাল লেগে থাকলে নিচের লেখাগুলোও আপনার ভাল লাগতে পারেঃ
১। চে’ গুয়েভারাঃ ফিদেল’কে শেষ চিঠি
২। চে’ গুয়েভারাঃ স্মরণীয় উদ্ধৃতি
৩।
চে’ গুয়েভারাঃ একটি বিপ্লবী জীবন
৪। Guerrillero Heroico - ক্যামেরার পেছনের মানুষটি
স্ত্রী-সন্তানদের সাথে চে’
প্রথম সন্তান হিলডিটা’র সাথে চে’
চে’, ফিদেল ও ফিদেলের কোলে চে’ কন্যা এ্যলেইডিটা
তথ্যসূত্রঃ ইন্টারনেট
১০ই অক্টোবর, ২০১০, ঢাকা
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।