আমাদের কথা খুঁজে নিন

   

অলস মস্তিষ্কের উৎপাদন

You either die a hero or you live long enough to see yourself become the villain.

তোমার সাথে দেখা হয়েছিল বসন্তের প্রথম দিন, তুমি পড়েছিলে বাসন্তী রঙের শাড়ী, খোপায় ফুল। দেখেছিলাম টি.এস.সি.-তে, বসন্ত উৎসবে, তোমার চোখজোড়া ছিল মায়ায় বাধানো, দিয়েছিলে কাজল। তোমার হাতের চুড়ির রিনঝিন শব্দ এখনো কানে বাঁজে, হারিয়ে যাই এখনো তোমার দুষ্টু উচ্ছল হাসিতে, আসলেই কি এত সহজে ভোলা যায়? পরে আবার দেখা হয়েছিল দৃকে, আমার এক বন্ধুর আর্ট এক্সিবিসনে। একটি ছবির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে ছিলে, নির্বাক, নিশ্চুপ দৃষ্টিতে কি যেন খুঁজছিলে। আমি এগিয়ে গিয়েছিলাম, তখনই প্রথম পরিচয়, মনে আছে বন্ধুর শেখানো বুলি দিয়ে সেদিনই তোমায় করেছিলাম জয়। তারপর থেকে তুমি আমার মাঝে খুঁজতে থাকো স্বপ্ন, আর আমি তোমার মাঝে খুজিঁ একটি ফুল- গোলাপ কিংবা বকুল। ধূর! আর না অনেক হয়েছে, কোথায় দৃক? কোথায় বসন্ত? কবে গিয়েছি বসন্ত উৎসবে? আটপৌঢ়েভাবেই তো কেটেছে দিনগুলো। কবেই বা গিয়েছি দৃকে, আর্ট এক্সিবিসনে? শিল্পের প্রতি এত আগ্রহ আমার কবেই বা ছিল? আর উপরের ফুল কিংবা মেয়ে? হা হা হা! মজাই লাগছিল ভাবতে; কিছু অলস মস্তিষ্কের কারখানায় উৎপাদিত, বাকীটুকু নিছক কল্পনা কিংবা দিবাস্বপ্ন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।