দিলাম তুলে দু চোখে
পৃথিবীর স্বপ্ন যত
দিলাম ভরে দু হাতে
হ্রদয়ের আলো যত
না না ভুলে যাবো না
মনে আসুক না যত প্রলয়
না না মেনে নেব না
শত বিশাদের কোন পরাজয়
দাও দাও হাত বাড়িয়ে
আছি পাশে দাঁড়িয়ে
নাও নাও বুকে জড়িয়ে
দিও না একা ফিরিয়ে
দেখেছি তুমি হাসো না যখন
মনের আকাশে সন্ধ্যা নামে
দেখেছি তুমি থাকো না যখন
শূণ্য তাই পৃথিবীটা থাকে
না না মেনে নেব না
শত বিশাদের কোন পরাজয়
দাও দাও হাত বাড়িয়ে
আছি পাশে দাঁড়িয়ে
নাও নাও বুকে জড়িয়ে
দিও না একা ফিরিয়ে
জেনেছি তুমি আসবে না যখন
তারারা জ্বালবে না আলো
জেনেছি তুমি থাকবে না যখন
পৃথিবী হবে আধার কালো
না না মেনে নেব না
শত বিশাদের কোন পরাজয়
দাও দাও হাত বাড়িয়ে
আছি পাশে দাঁড়িয়ে
নাও নাও বুকে জড়িয়ে
দিও না একা ফিরিয়ে।
কার কাছে লিঙ্ক থাকলে দেন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।