আমাদের কথা খুঁজে নিন

   

আসুন খুব সহজে পাইথন এ প্রোগ্রামিং শিখি। পর্ব-০১

আমি বাংলাদেশের দালাল| পাইথন একটি সহজ প্রোগ্রামিং ভাষা। এটি ব্যবহার করে সহজেই প্রোগ্রাম রচনা করা যায়। এতে ব্যবহারের তেমন কোন বাহু্ল্যতা নেই। ছোট একটি সফট পাইথন যে কোন প্লাটফর্মে ইন্সটল করেই কাজ করা যায়। প্রোগ্রাম লিখার পরে কোন বাগ থাকলে তা সহজেই নিরুপন করা যায়।

চলুন কম্পিউটারে পাইথন ইন্সটল করি। তার আগে ডাউনলোড করে নেই এই সাইট থেকে: Click This Link ফাইলটি ডাউনলোড করে ইন্সটল করে নিন। করতে পেরেছেন? এবার আসুন একটা প্রোগ্রাম লিখি। প্রথমে স্টার্ট মেনু থেকে পাইথন২.৪ এ ক্লিক করে আইডিএলই (পাইথন জিইউআই) এ ক্লিক করুন। পাইথন এডিটর চালু হবে।

এখন লিখুন: print "Hello, I am Bangladeshi." তারপর এন্টার চাপুন। আপনি আউটপুট পাবেন Hello, I am Bangladeshi. ব্লু কালারে। কি ভাই, সহজ না। আপনি এই ছোট প্রোগ্রামটা সি/সি++ এ কি এতো সহজে লিখতে পারতেন? কতকিছু হেডার ফেডার লিখা লাগতো না? আচ্ছা, আসেন আর একটা প্রোগ্রাম লিখি। এডিটরে টাইপ করুন ২+৪ এন্টার চাপুন।

ফলাফলঃ ৪ (ব্লু কালারে)। ওর বাপরে, গানিতিক সমস্যাও দেখি সহজেই সমাধান দেয়। তাহলে আপনি বাসায় বসে কিছু টেক্সট আর গানিতিক সমস্যা প্রাক্টিস করুন। শুধু যোগ না, বিয়োগ, গুন ও ভাগ করুন। তবে হ্যাঁ ভাগ করলে কিন্তু রেজাল্ট দেখাবে পূর্ণমান।

দশমিক দেখাবে না। তাহলে কি করবেন? সমস্যা হয়ে গেলো না। সমস্যা যখন আছে তখন তার সমাধাণ ও আছে। সমাধান দিচ্ছি। আপনি যখন নাম্বার ইনপুট দিবেন তখন তা দশমিকসহ দিন; ফলাফল দশমিকেই পাবেন।

খেলাটা দেখুন: >>> 24.00/4.00 6.0 >>> কি মিয়া ভাই, আপনি তো তিনটা প্রোগ্রাম শিখে ফেলেছেন। আপনি প্রোগ্রামার হয়ে গেছেন। তাহরে এবার একটু নিয়ম কানুন দেখে নিন। >>> এই চিন্হটা আপনাকে এডিটর ফ্রি দিবে। আপনাকে কষ্ট করে লিখতে হবে না।

যখন কোন ক্যারেক্টার বা টেক্সট প্রিন্ট দিবেন তখন print কমান্ড লিখবেন আর টেক্সটটা ডাবল কোট এর ভিতরে লিখবেন। সিঙ্গেল কোট এও কাজ করে। নাম্বার ইনপুটের সময় কোন প্রিন্ট টিন্ট লাগে না। ডাইরেকট মুরগি ধরবেন আর জবাই দিবেন। ভালো লাগলে মন্তব্য করবেন।

আমিও আপনাদের সাথে শিখছি। তাই ভুল হতেই পারে। ভুল যদি ধরা পরে তাহলে মন্তব্র করে আমাকে শেখার সুযোগ করে দিবেন। ধণ্যবাদ সবাইকে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।