আমাদের কথা খুঁজে নিন

   

রায় কার্যকর দেখে কলঙ্কমুক্তি চান মোহন মুন্সি

যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে তাকে সালাম করতে চান মোহন মুন্সি (৬২)।
তিনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় আল বদর বাহিনীর সদস্য ছিলেন। মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি সাক্ষ্য দেন।
এখন স্থানীয় একটি স্কুলে পিয়নের চাকরি করেন।
সোমবার সকালে শেরপুর শহরের বাগরাকসা মহল্লার বাড়িতে মোহন মুন্সির সঙ্গে কথা বলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি।


ট্রাইব্যুনালে সাক্ষ্য দেয়ার আগে এবং কামারুজ্জামানের ফাঁসির রায় হওয়ার পর বিভিন্ন মহল থেকে তাকে হুমকিও দেয়া হয় বলে মোহন মুন্সী জানান।
তিনি এখন কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকর দেখার অপেক্ষা করছেন।
তার বিশ্বাস, আল বদরের সদস্য হয়ে যে পাপ করেছেন কামারুজ্জামানের বিরুদ্ধে সাক্ষ্য দেয়া এবং তার ফাঁসির দণ্ড হওয়ায় সে পাপ কিছুটা হলেও মোচন হয়েছে।
‘বদর’ শব্দটা ঘৃণার এবং গালির। তাই তিনি এই ঘৃণা থেকে মুক্তি চান।


মোহন মুন্সি বিডিনউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার শেষ ইচ্ছা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে তাকে সালাম করতে এবং তার সঙ্গে কথা বলতে চান।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।