আমাদের কথা খুঁজে নিন

   

১৮ ঘন্টা পর মদের বোতলে পানি আবিস্কার ফতুল্লা পুলিশের


বৃহস্পতিবার রাত ১০ টায় ফতুল্লার লামা পাড়ার একটি ফ্লাট বাসা থেকে আফসারউদ্দিন, ইসমাইল ও ইব্রাহীম নামে ৩ জনকে ২ বোতল বিদেশী মদসহ আটক করে ফতুল্লা মডেল থানা পুলিশ। শুক্রবার সকালে তাদের কোর্টে চালান না করে বিকেল ৪ টার দিকে ছেড়ে দেয়া হয়। থানার অফিসার ইনচার্জ আক্তার হোসেন জানালেন, মদের বোতলে মদ নেই। মনে হয় ময়লা পানি আছে। তাই এলাকার মুরুব্বীদের অনুরোধে ছেড়ে দিয়েছি।

বোতলের ছিপি না খুলেই মদ নেই বুঝলেন কি করে এমন প্রশ্নের জবাবে তিনি জানান, আন্দাজে বুঝেছি। এ ছাড়া অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ) আশরাফুজ্জামান থানায় এসে সরেজমিনে দেখে গেছেন। ওই তিনজনকে মদের বোতলসহ গ্রেপ্তারকারী এসআই বাশার জানান, আটকের সময় আমরা ধারনা করেছিলাম বিদেশী ব্রান্ডের ওই বোতল দু’টিতে মদ রয়েছে। থানায় এনে পরীক্ষা করে দেখা হয় আসলে মদ না ময়লা পানি। তাই জিডি করে তাদের ছেড়ে দেয়া হয়েছে।

এদিকে এ ঘটনা নিয়ে সমালোচনার ঝড় বইছে সচেতন মহলে। তারা প্রশ্ন তুলেছেন, মদ নেই এ কথা বুঝতে ১৮ ঘন্টা সময় লাগবে কেন। এ ছাড়া ছিপি না খুলেই কি করে ওসি বুঝলেন বোতলে মদ নেই। তবে কেউ কেউ রসিকতা করে বলছেন, আবিস্কার করতে তো একটু সময় লাগবেই! মাত্র ১৮ ঘন্টায় মদ থেকে ময়লা পানি আবিস্কারতো চাট্রিখানি কথা নয় সূত্র- নিউজ নারায়ণগঞ্জ।
 


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।