সৃষ্টি সুখের উল্লাসে
পদার্থবিজ্ঞানে এইবার নোবেল পাইছেন দুই রাশান প্রফেসর সাব। তাঁরা গ্রাফাইট থেকে গ্রাফিন তৈরি করছেন। আপনারা জানেন যে গ্রাফাইট হইল carbon এর একটা রূপভেদ। আর গ্রাফাইটরে মডিফাই কইরা গ্রাফিন তৈরি করা হইছে। গ্রাফাইট তো আমরা সবাই চিনি,এইটা পেনসিলের আগাতে থাকে একথা সবাই জানে।
তো গ্রাফাইট কেমনে গ্রাফিন হইল সেইটা আমি এখনো জানার চেষ্টা করি নাই, তবে করব। এই পুষ্টে আমি আসলে গ্রাফিন নিয়া scientific আলাপ করতে আসি নাই,আসছি গ্রাফিনের লগে কিসু জিন্দেগির বাস্তব বিষয়ের মিল-অমিল খুঁজতে। তয় চলেন দেখি কি পাই।
১~গ্রাফিন হইল সবচেয়ে বেশি বিদ্যুৎ পরিবাহি । এটা অবিশ্বাস্য দ্রুততায় কারেন্ট পরিবহন করতে পারে।
আমরা মানুষ গুলা এমন হইলে কেমন হইত!! মানুষের ভালো গুনগুলা যদি সবার মধ্যে এভাবে পরিবাহিত হইতে পারত। এদেশের রাজনীতিবিদ গুলার এ বৈশিষ্ট্যটা সবচেয়ে বেশি দরকার, তাগো মধ্যে সুকুমারবৃত্তির বড়ই অভাব।
২~তাড়াতাড়ি তাপ ছাড়ার জন্য গ্রাফিনের জুড়ি নাই,মানে এটার তাপ পরিবাহিতা অনেক বেশি। যতই গরম হোক,তাপ ছাইড়া ঠান্ডা হইতে সময় কম নেয়। আমাগো রাজনীতিবিদ গুলা এমন হইলে অনেক ভালো হইত।
তেনারা সমালোচনা শুইনা মাথা গরম কইরা গায়ে জ্বর তুইলা ফেলেন। কোথায় কি বলেন কোনো হুঁশ থাকে না। ঊনারা মাথার গরম যত তাড়াতাড়ি দূর করতে পারেন ততই সবার জইন্য মঙ্গল।
৩~ আবার ধরেন গ্রাফিনের অণু অনেক ছোট,খুবই স্বচ্ছ আর একই সঙ্গে এর কাঠামো খুব শক্তিশালী। আমাগো মহামাইন্য এম.পি গুলা যদি এমন হইত।
তারা যদি নিজেদের এত ক্ষমতাশালী মনে না করত, সাদা মনের মানুষ হইত, আর জনগণরে দেয়া ওয়াদা পূরণ করতে বলিষ্ঠ পদক্ষেপ নিত তাইলে দেশের এ দূরবস্থা হ্য় না। তবে নিজের আখের গোছাইতে তারা সিদ্ধহস্ত।
........এমনি আরও কিছু মিল-গরমিল পাইবেন, আমি টাইমের অভাবে আর লিখতে পাইরলাম না।
পুনশ্চ:
এদেশের রাজনীতির করুণ অবস্থা দেখে এমন উদ্ভট চিন্তা আমার মাথায় আসলো,তাই এ লেখা। হয়তোবা অপ্রাসঙ্গিক তবুও এসব আমাকে ভাবায়।
দেশের শাসকগোষ্ঠী কোন অন্ধকারের তলানিতে আমাদের নামিয়ে দিচ্ছে তা ভাবলে দিশেহারা লাগে। এত ভাবার সময় কই। কিন্তু তবুও ভাবতে হয়। এদেশ যে আমার, আমার মায়ের...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।