চলতি বছরে চতুর্থ ক্রিকেটার হিসেবে পাকিস্তানের টেস্ট দলের দায়িত্ব পেয়েছেন মিসবাহ উল হক। বছরের শুরুতে অস্ট্রেলিয়া সফরে বাজে পারফরম্যান্সের পর দল থেকে বাদ পড়েছিলেন মিডল অর্ডার এই ব্যাটসম্যান। গতকাল বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা সফরের দলে তাঁকে ফিরিয়ে আনা হয়েছিল, এক দিন পর টেস্ট দলের দায়িত্বও মিসবাহর হাতে দিয়েছেন নির্বাচকেরা। যথারীতি ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের দায়িত্বে থাকছেন শহীদ আফ্রিদি।
ইংল্যান্ডে বিতর্কে মোড়ানো সফরের পর ২৬ অক্টোবর থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান দল। এ সফরে দুটি টি-টোয়েন্টি, পাঁচটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচে অংশ নেবে তারা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।