শনিবার প্রাদেশিক কংগ্রেস প্রধান কান্তিলাল ভুরিয়া কিশোর কুশল শাক্য ও তার বাবা দুলিচাদ শাক্যর সঙ্গে ভুপালের দলীয় কার্যালয়ে দেখা করেন। আর এ সময় তিনি কুশলকে কংগ্রেস দত্তক নেবে বলে ঘোষণা দেয়।
ভুরিয়া জানান, কুলশকে প্রতিমাসে দল থেকে ১ হাজার রুপি করে দেয়া হবে বলে এনডিটিভির এক খবরে জানানো হয়।
জ্যেষ্ঠ কংগ্রেস নেতা সাজিদ আলি কুশলের বাবাকে চাকরি দেওয়ার ঘোষণা দেন। তার পরিচালিত কলেজে পিয়নের চাকরির ব্যবস্থা করবেন বলে সাজিদ আলি জানান।
পঞ্চম শ্রেণীর ছাত্র কুশল রাস্তায় ফেরি করে সংবাদপত্র বিক্রি করে থাকে।
২৫ এপ্রিল রাহুল গান্ধি রাজাভোজ বিমানবন্দরের উদ্দেশ্যে গাড়িতে করে যাচ্ছিলেন। এমন সময় কুশল তাকে একটি পত্রিকা কিনতে অনুরোধ করেন। রাহুল তাকে পত্রিকার দাম রাখার জন্য ১ হাজার রুপির একটি নোট দিলে কুশল তাকে খুচরো নেই বলে বিনামূল্যেই পত্রিকাটি দিয়ে দেয়।
এ সময় রাহুল গান্ধির সঙ্গে কুশলের সংক্ষিপ্ত কথা-বার্তা হয়।
এরই মধ্যে কুশল জানায়, সে বড় হয়ে একজন ডাক্তার হতে চায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।