আগে যদি জানতাম/
তবে মন ফিরে চাইতাম/
এই জ্বালা আর প্রানে সহেনা/
ও মনরে ,কিসের তরে রয়ে গেলি তুই?/
বলেছিলি তুই যে আমায়," আমি নাকি ভুলে যাব"/
ভুলে আমি ঠিকই তো যেতাম/
পোড়া মনে তোরই কথা/
বারে বারে বেজে ওঠে/
তাই তোকে আর ভোলা হলোনা রে /
এই জ্বালা আর প্রানে সহেনা/
জানিনা কেন যে আমায়/
একা ফেলে চলে গেলি/
ভুলেও কি মনে পড়েনা?/
তোরই মতো কোনদিন/
আমিও যে ভুলে যাব/
তবু এই জ্বালা প্রানে সইবোনা রে/
এ জ্বালা আর প্রানে সহেনা/
http://www.youtube.com/watch?v=eW-ZmZpTU6E
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।