এক্ষেত্রে সরকার আন্তরিকতার পরিচয় দেবে বলেও প্রত্যাশা করেন অবসরপ্রাপ্ত এই লেফটেন্যান্ট জেনারেল।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক সমাবেশে তিনি বলেন, “তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে আপস হওয়ার কোনো সুযোগ নেই। কারণ আপসকামিতা মৃত্যুরই নামান্তর। ”
আলোচনার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে তিনি বলেন, “সব বল এখন সরকারের কোর্টে। সরকার যদি চায় তারা সংঘাত ছাড়া, কোনো ধরনের রক্তপাত ছাড়া একটা শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাবেন তার জন্য আলোচনার কোনো বিকল্প নাই।
কারণ আলোচনাই হচ্ছে গণতন্ত্রের ভাষা। একমাত্র এর মাধ্যমেই সম্ভাব্য সংঘাত এড়ানো সম্ভব। ”
চলমান রাজনৈতিক সংকটের সমাধান না হলে দেশে গৃহযুদ্ধ শুরুর আশঙ্কা প্রকাশ করেন সাবেকে সেনা কর্মকর্তা মাহবুবুর।
তিনি বলেন, “আগামী দুই/তিন মাসের মধ্যে যদি এর কোনো সমাধান না হয় তাহলে আমরা নিশ্চিত যে, দেশ গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। ”
রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তি দাবিতে ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউডিএফ) আয়োজিত সমাবেশে সংগঠনের চেয়ারম্যান এম সানোয়ার হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য এনাম আহমেদ চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিমউদ্দিন আলম প্রমুখ বক্তব্য দেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।