আমাদের কথা খুঁজে নিন

   

পেট থেকে হেরোইন চুরি, ডাক্তার গ্রেপ্তার

সার্বিয়ার ক্রাসনোইয়ারস্ক অঞ্চলের পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ‘আটক করার সময় ওই চিকিৎসক মাতাল অবস্থায় ছিলেন’।
মঙ্গলবার দেয়া ওই বিবৃতিতে আরো বলা হয়, ‘চুরি এবং নিজের কাছে (হেরোইন) রাখার অপরাধে তার ১৫ বছরের কারাদণ্ড হতে পারে।’
তবে ওই চিকিৎসকের নাম প্রকাশ করা হয়নি। পুলিশ জানিয়েছে, আইনজীবী ছাড়া অভিযুক্ত চিকিৎসক পুলিশের সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন।
অবশ্য ওই রোগীকেও গ্রেপ্তার করা হয়েছে কি না সে বিষয়টি নিশ্চিত নয়।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।