সব হৃদয়ের গল্প বলি, রংধনুটাকে রং করি, নির্ঘুম চোখের কথা নিয়ে বৃষ্টির মত ঝরে পড়ি
আজ ১৭ই আগষ্ট, এই তারিখটি সামু পরিবারের সদস্য হিসাবে আমার কাছে বিশেষ একটি দিন ! কেন এই দিনটি বিশেষ ?
উত্তর হল: আমাদের এই সামু পরিবারকে রাঙাতে ধরনীতে আগমন ঘটেছিল তিন Colourful ব্লগারের
তাহারা হচ্ছেন :
১) অপ্সরাপু, (শায়মা)
২) নাফিস ইফতেখার
৩) শামীম ভাইয়া
আজ এই ত্রিরত্নের জন্মদিনে আমাদের তরফ থেকে রইল শুভেচ্ছা ও ভালবাসা।
আসুন দেখে নেই ...এই তিরত্নের সামুতে উপহার দেয়া সেরা পাঁচটি পোষ্ট (তাদের দৃষ্টিতে)। উল্লেখ্য সেরা পাাঁচ নির্বাচন করাটা তাদের জন্য সহজ ছিল না। আরো অনেক পোষ্টও ছিল যা নিচের সেরা পাঁচে আসার যোগ্য, কিন্তু সংখ্যার ক্রমিক ঠিক রাখার জন্য সেগুলো বাদ দিতে হয়েছে।
∰অপ্সরাপু/ (শায়মা) এর সেরা পাঁচ :
(এবার শুধুমাত্র শায়মা নিক থেকে করা পোষ্টগুলি দেয়া হল)
১) তুই নেই তাই......... (সিরিজ)
২) ~~মুক্তির মন্দির সোপান তলে কত প্রান হলো বলিদান, লেখা আছে অশ্রুজলে~~
৩) !!টোনাটুনি পিঠাঘর - বাংলাদেশের ১০১ পিঠাপুলির নাম ও গড়ন বা রচনা সমগ্র!!
৪) !!!~আমার প্রিয় মনুষ্য বশীকরণ বিদ্যা ~ সন্মোহন বা হিপনোটিজম !!!
৫) খোঁপায় তারার ফুল ........কবি নজরুল ইসলাম ও তার গানের পিছনের কিছু গল্প
✱✱✱✱✱✱✱✱✱✱✱✱✱✱✱✱✱✱✱✱✱✱✱✱✱✱
∰নাফিস ইফতেখার এর দৃষ্টিতে তার সেরা পাঁচ br />
১) আগামীবার যখন উইন্ডোজ নতুন করে সেটআপ দেবেন.......
২) ছেলেদের ব্রেক আপ
৩) সামহয়ারের পোস্ট - কত ধরনের ও কি কি....সবিস্তারে বর্ণনা....অবশ্যই দেখুন.....
৪) যখন মডু ছিলাম
৫) হীরক রাজার দেশে - Made in Bangladesh!
✱✱✱✱✱✱✱✱✱✱✱✱✱✱✱✱✱✱✱✱✱✱✱✱✱✱
∰একরামুল হক শামীম ভাইয়ার সেরা পাাঁচ br />
১) গল্প : অপেক্ষা
২) কতোটা মন পুড়ে গিয়ে হয় নিঃশেষ!!!
৩) পরিণত মোহ কিংবা অপরিণত ভালোবাসা
৪) ১৯৭১ সালে সংঘটিত যেসব অপরাধের বিচার হওয়া জরুরী
৫) একাত্তরে নারীর বিরুদ্ধে অপরাধ
✱✱✱✱✱✱✱✱✱✱✱✱✱✱✱✱✱✱✱✱✱✱✱✱
একটুখানি আমার মনের কথা তাহাদের উদ্দেশ্যে :
একটা সময় ছিল যখন আপনারা এই ব্লগটাকে সার্বক্ষণিক মাতিয়ে রাখতেন।
এখন হয়ত জীবিকার তাগিদে বা সময়য়ের অভাবে বা ব্লগের পরিবেশের প্রতিকুলতার কারণে সেইভাবে আগের মত ব্লগে সময় দিতে পারেন না, কিন্তু আপনাদের রেখে যাওয়া সেই স্বর্ণালী সময়ের স্মৃতি এতটুকুও মন থেকে মুছে যায় নি আমার। বড্ড বেশি মিস করি সেই দিনগুলি। সেই সামু ব্লগটিকে
আপনারা শুধু আমার একার নয়, প্রায় প্রতিটি ব্লগারের কাছে আপনারা প্রিয় এক এক জন মানুষ। আপনাদের কাছে আবেদন এটাই যে ব্যস্ত তো এখন আমরা সবাই-ই তারপরেও যখনই একটু ফুসরৎ পাবেন অনুগ্রহ করে সামুতে লগিন করবেন। অনলাইনে আছেন এর লিষ্টে আপনাদের প্রো-পিক দেখলে খুবই ভাল লাগে।
মনে হয় .... আপনারা আছেন.. সামুতেই আছেন।
আপনাদের সবার আগত সময় ভাল কাটুক ... এই প্রার্থনায়।
শুভ জন্মদিন প্রিয় ত্রিরত্ন
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।