ইলিশের ভরা মৌসুমে উপকূলে বেপরোয়া হয়ে উঠেছে জলদস্যু। ভোলার চরফ্যাশন ও মনপুরা উপজেলার দুর্গম সাগর মোহনায় প্রতিদিন দস্যুদের হামলার শিকার হচ্ছেন জেলেরা। ঈদের দিন থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত জলদস্যুরা অপহরণ করেছে ১০টি মাছধরা ট্রলারসহ ৭৪ জেলেকে। এদের মধ্যে ২৮ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে কোস্টগার্ড ও পুলিশ। জলদস্যুরা বেপারোয়া হয়ে ওঠায় জেলেদের মধ্যে বিরাজ করছে আতঙ্ক।
মনপুরা ও চরফ্যাশন এলাকায় দায়িত্বরত লালমোহন সার্কেলের এএসপি মাহফুজুর রহমান জানান, মেঘনা ও সাগর মোহনার বিশাল জলরাশির তুলনায় ওই এলাকায় প্রশাসনের কর্তব্যরত লোকবল কম। এ ছাড়া মনপুরার চরনিজাম ফাঁড়িতে একটি স্পিডবোট ছাড়া পুলিশের নেই তেমন কোনো নৌযান। স্থানীয় জেলেদের ট্রলার নিয়ে পুলিশকে জলদস্যুদের বিরুদ্ধে অভিযানে নামতে হচ্ছে। দস্যুদের ভয়ে জেলেরাও অনেক সময় পুলিশকে সহায়তা করতে অনিহা প্রকাশ করেছেন। তিনি আরও বলেন, মেরিন পুলিশ গঠনের বিষয়টি প্রক্রিয়াধীন।
মেরিন বা নৌ-পুলিশ গঠিত হলে মেঘনা ও সাগর মোহনার জেলেদের অধিক নিরাপত্তা দেওয়া সম্ভব হবে। স্থানীয় একাধিক সূত্র জানায়, সংশ্লিষ্ট ট্রলার মালিক ও মৎস্য আড়তদাররা জলদস্যুদের দাবিকৃত মুক্তিপণ দিয়ে অপহৃত জেলে ও ট্রলার ছাড়িয়ে আনে। ঝামেলা এড়াতে অনেকে অপহরণের বিষয়টি গোপন রাখে। ফলে জানা সম্ভব হয় না অপহৃত জেলেরা পরবর্তীতে উদ্ধার হয়েছে কি-না।
পুলিশ ও স্থানীয় জেলে সূত্র জানায়, সর্বশেষ গত বৃহস্পতিবার রাতে ঢালচরের দক্ষিণে বঙ্গোপসাগরের মোহনায় রাস্তার চর এলাকায় জলদস্যু কামালবাহিনী হামলা চালিয়ে চারটি ট্রলারসহ ৮ জেলেকে অপহরণ করেছে।
একই দিন মনপুরার বালুয়ার চর থেকে দুটি ট্রলারসহ ১৫ ও বুধবার কালকিনি এলাকা থেকে তিনটি ট্রলারসহ ২১ জেলেকে অপহরণ করে তারা। এর আগে ৯ আগস্ট মনপুরার কালকিনি চর থেকে দুটি ট্রলারসহ ৩০ জেলেকে অপহরণ করা হয়। প্রতিটি ঘটনার পর পুলিশ সংশ্লিষ্ট এলাকায় অভিযান চালালেও সবাইকে উদ্ধার করা সম্ভব হয়নি। তবে ১৪ আগস্ট মনপুরার চরনিজাম ফাঁড়ির পুলিশ টেংরার চর থেকে একটি ট্রলারসহ ১০ এবং ১২ আগস্ট মনপুরা ও হাতিয়ার মধ্যবর্তী কালামের চর থেকে কোস্টগার্ড অপর একটি ট্রলারসহ ১৮ জেলেকে উদ্ধার করছে। এদিকে পটুয়াখালী থেকে দুই দিন আগে জলদস্যুদের হাতে অপহৃত দুই জেলেকে গতকাল শনিবার দুপুরে উদ্ধার করেছে মনপুরা থানার টহল পুলিশ।
এরা হচ্ছেন মনপুরার সিরাজ ও চরফ্যাসন উপজেলার মহিবুল্লাহ। উদ্ধারকৃতরা সম্পুর্ণ সুস্থ বলে জানিয়েছেন মনপুরা থানার ওসি এসএম আজিজুল হক।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।