বাংলায় কোরআন শরিফের প্রথম অনুবাদক, সাহিত্যিক গিরিশচন্দ্র সেন ১৯১০ সালের ১৫ আগস্ট ইহলোক ত্যাগ করেন। তার জন্ম নরসিংদীর পাঁচদোনায় ১৮৩৫ সালের ১৫ আগস্ট।
ভাই নামে খ্যাত গিরিশচন্দ্র সেন বাংলা, হিন্দি, ফার্সি ও সংস্কৃতি ভাষায় দক্ষ ছিলেন। কর্মজীবনের শুরু ময়মনসিংহের ডেপুটি ম্যাজিস্ট্রেটের কাছারির নকলনবিস হিসেবে। পরে ব্রাহ্মধর্ম প্রচার করেন।
তিনি ব্রাহ্মধর্মের প্রতি বিরূপ মনোভাব পোষণ করেছেন একসময়। ময়মনসিংহের কেশবচন্দ্রের দ্বারা উৎসাহিত হয়ে ইসলাম ধর্ম অনুশীলন করেন। পাশাপাশি পত্রিকা সম্পাদনা করেছেন। ১৮৭৬-এ আরবি ভাষা ও ইসলামিক ধর্মশাস্ত্র পাঠের উদ্দেশ্যে লক্ষ্নৌ গমন। লক্ষ্নৌ থেকে ফিরে ১৮৮১ থেকে ৮৬ পর্যন্ত ছয় বছরের সাধনায় সম্পন্ন করেন কোরআন শরিফের প্রথম বঙ্গানুবাদ।
ধর্মীয় বিষয়ে তাপসমালা, মহাপুরুষ চরিত এবং হাদিস বা মেসকাত মসাবিহের তার উল্লেখযোগ্য গ্রন্থ। তার রচিত গোলেস্তা ও বুস্তার হিতোপাখ্যানমালা তৎকালীন পূর্ববঙ্গ ও আসামের বিদ্যালয়ে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত হয়। তার রচিত 'রামকৃষ্ণ পরমহংসের উক্তি ও জীবনী' বাংলা সাহিত্যে একটি মূল্যবান সংযোজন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।