আমাদের কথা খুঁজে নিন

   

পাবনায় শিবিরের নিরুত্তাপ হরতাল

রাজধানীতে পুলিশের গুলিতে শিবির নেতা খলিলুর রহমান মল্লিক নিহত হওয়ার প্রতিবাদে তার এলাকা পাবনায় রোববার আধাবেলার হরতাল ডাকে সংগঠনটি।
পাবনার পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জামায়াত-শিবিরের নাশকতা ঠেকাতে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।   
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাস্তায় শিবিরকর্মীরা টায়ার জ্বালিয়ে, গাছের গুড়ি ফেলে পিকেটিং করছেন।
হরতালের সকালে পাবনা থেকে বিভিন্ন রুটে দুরপাল্লার যান চলাচল বন্ধ থাকলেও অভ্যন্তরীণ রুটের চলাচল স্বাভাবিক রয়েছে।


শহরের অধিকাংশ দোকানপাট ও ব্যাবসায়িক প্রতিষ্ঠানও খোলা।
জামায়াতে ইসলামীর ডাকা ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে ১৪ অগাস্ট বুধবার ঢাকার যাত্রাবাড়িতে শিবির নেতা খলিলুর রহমান মল্লিক নিহত হন।
ঢাকা দক্ষিণের ৮৮ নম্বর ওয়ার্ড ছাত্রশিবিরের সভাপতি ছিলেন মল্লিক। তার দেশের বাড়ি পাবনার সাঁথিয়া উপজেলার করমজা গ্রামের মল্লিক পাড়া গ্রামে।
১৫ অগাস্ট বৃহস্পতিবার সকালে সাঁথিয়ার করমজা ঈদগা মাঠে খলিলের নামাজে জানাজার আগে শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান সেখানে আধাবেলা হরতাল পালনের ঘোষণা দেন।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.