আমাদের কথা খুঁজে নিন

   

ওই রিকসা যাবা?

আমার চোখে বর্তমান...

ওই রিকসা যাবা, ভাই যাবেন, ওই খালি যাবেন, ওই সামনে চল, ভাই যাবেন ইত্যাদি ইত্যাদি কতভাবে যে ডাকলাম, তবু কোন রিকসা ওয়ালা স্কুলে যেতে রাজী হলো না আজ সকালে। গাড়ী নষ্ট থাকার কারনে অনেকদিন পর বাচ্চাকে স্কুলে দিতে রিকসা খুজঁছিলাম। একবার ভাবলাম বাসে যাই। বাসে উঠা মনে হলো খুবই বিপদজনক - বিশেষত বাচ্চাকে নিয়ে। অগত্যা হাটতে থাকলাম। ২০ মিনিটে পেীছে গেলাম। বাচ্চাকে নিয়ে আসার সময় ৩০ টাকা রিকসা ভাড়া নিল। বাংলাদেশের পাবলিক ট্রান্সপোর্ট কি কোন ভাবেই ঠিক করা যাবে না? বাসগুলোকে একটা শৃংখলায় আনা কি এতো কঠিন? একই রুটের সবগুলো বাস যদি একটি টিমের মতো কাজ করে, একটা আসল সেটা লোক নিয়ে যাবার পর পরেরটা গেল, নিজেদের মধ্যে প্রতিযোগীতা করে রাস্তা আটকে রাখল না বা যাত্রী ওঠার আগেই টান দিল না, বা অন্য সময় রাস্তা আটকে যাত্রীর জন্য বসে থাকল না, যে সময় যেমন যাত্রীর ভীড় থাকে সাধারনত সেরকম ভাবে বাসের পরিমান থাকল - এ অল্প কয়েকটা বিষয় নিশ্চিত করা এ যুগে কেন অসম্ভব হবে?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।