আমাদের কথা খুঁজে নিন

   

এ ক ন জ রে হিমালয়

নিরপেক্ষ আমি

হিমালয়: সংস্কৃত শব্দ ‘হিম’ থেকে হিমালয়। উজানে ভারত, নেপাল, তিব্বত, চীন, পাকিস্তান, মিয়ানমার, আফগানিস্তান আর ভুটান। আর ভাটিতে বাংলাদেশ। জমাট পানি: ১৫ হাজার হিমবাহ পাঁচ লাখ বর্গ কিলোমিটার পর্বতকে ঢেকে রেখেছে। সব মিলে আনুমানিক ১২ হাজার কিউবিক কিলোমিটার জমাট পানি আছে এখানে।

নদী: হিমালয়ের হিমবাহ গলা পানি দিয়ে সৃষ্টি হয়েছে গঙ্গা, যমুনা ও ব্রহ্মপূত্র। বাংলাদেশের ভেতর দিয়ে বয়ে যাওয়া নদীগুলোর ৮০ শতাংশ পানির উত্স হিমালয়। চিত্র ২০৩০: জাতিসংঘের আন্তসরকার জলবায়ু পরিবর্তন-সংক্রান্ত প্যানেল-আইপিসিসি বলছে, পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়ায় ২০৩০ সালের মধ্যে ৯০ শতাংশ হিমবাহ গলে যাবে। হিমবাহ কেন গলছে: উন্নত দেশগুলোর শিল্প প্রতিষ্ঠান থেকে যে কার্বন নিঃসরণ হচ্ছে তার কারণেই ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে পৃথিবী। বাড়ছে বন্যার প্রকোপ ও ব্যাপকতা।

ধ্বংস হচ্ছে জীব-বৈচিত্র্য, পাল্টে যাচ্ছে প্রতিবেশ। বিপন্ন হয়ে উঠছে দক্ষিণ এশিয়ার ১০০ কোটি মানুষের জীবন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।