আমাদের কথা খুঁজে নিন

   

হও শুদ্ধ সাত্ত্বিক মুমিন

কবিতা মনের কথা বলে।

বুদ্দিতে হয় শুদ্ধি ঞ্জানে বাড়ে মান, ধনে বাড়ে আভিজাত্য লোভে হারায় সন্মান। নিজেকে চালাক বলে অন্যে করে হেলা, নিজের অজান্তে হয় ধংশের নব খেলা। অতিদ্রুত বড় হলে সহজে হয় বিনাষ, সর্বষ হারিয়ে কাঁদে খুঁজে আস পাশ। বিদ্যা বুদ্দি ধন তিনে শুদ্ধি মন সংযোগ সাধনে হয় অমুল্য ধন সাধন।

শ্রম বিনে ধন বিদ্যা বিনে বুদ্ধি মানব জন্ম বিফল হয়না চিত্ত শুদ্ধি। চালাক ভাল বটে অতি কিন্তু নয়। অধিক চালাক হলে সর্বষ হয় লয়। ছোটকে সন্মান কর, বড়কে কর ভক্তি, ভেদাভেদ ভুলে জাগাঁও আপণ পণ শক্তি। ধনে জনে বড় হলে ত্যাগে বাড়ে মন, সত্যান্বেষন কর অমরত্ব কর বরন।

জন্মিলে মরিতে হবে জানি ও সত্বর, সৃজন লালন কর অল্পায়ু এই ঘর। পরকে আপন করে আপনাকে দেখ, স্মৃতির পাতায় রবে তব কর্ম আধিক্য। লোভে পাপ পাপে মরন করিও সদা স্মরন, সত্য বলে মেনে নিও এ জীবনে কর পণ। যা কিছু ভাল, যা কিছু মন্দ সবই যেন আপণ সৃষ্টি, বিনা মেঘে হয়না বজ্র প্রকৃতির নিয়মে এ কৃষ্টি। আমি তুমি পর ,মিলে হয় এ ঘর, হয়রে এ জগত্‌ সংসার, তুমি কার,কে আমার এই দুনিয়ার উপর।

সত্য মানব জমিন যায় না বিফলে, সাধনে সিদ্ধ্য জীবন যায় না রসাতলে। ভেবে চিন্তে কর কাজ সংসারে লও সংসারী সাঁজ, সাধন শোধন ত্বরে, অনারম্বড় জীবন মাগো হিংসা বিদ্বেষ বিরাগ সকলি দুর করে। এইতো সংসার আছে শুধু হাহাকার বিফল মানব জমিন, সত্য সাধন লালন চিন্তন হও তুমি সাত্ত্বিক মুমিন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।