আমাদের কথা খুঁজে নিন

   

মন মুনিয়া, ব্লগিয় টুকরোবাহিক .......

২.০ মেগাপিক্সেল মোবাইল ক্যামেরায় চলছে। যোগাযোগ <<< photopagol@gmail.com >>>

বহু দিনের পুরোনো স্বপ্ন এই ব্লগেই পুরণ করতে যাচ্ছি। বাস্তব ঘটনার উপর ভিত্তি করে আমার প্রথম ধারাবাহিক। আশা করব বেশ কিছু পর্বে ভাগ করে এটি লিখতে। এখন, পাঠক কিভাবে নেয় তা পাঠকের মন্তব্য থেকেই বুঝতে পারব।

মডু আমারে যেহেতু এখন ও পছন্দ করে নাই, মানে প্রথম পাতায় লিখতে পারছিনা। পাঠকের ভাল লাগলে চেষ্টা সার্থক হবে। আগামী ১৫ অক্টোবর হতে এই ধারাবাহিকটি প্রকাশিত হবে। তবে আজ হতে লেখার কাজ শুরু করে দিলাম, কি বলেন !!!!! তিন বার এই টাইম পাল্টাতে হল । ১ম টুকরো : (স) তার নাম. সে ভালসাসে (ত) কে... এমন ভালবাসা আজও আছে বলেই ভালবাসার প্রতি মানুষ আজও ভালবাসার প্রতি আস্হা রেখেছে।

বাধাহীন জীবনের এক পর্যায়ে তার সাথে দেখা । তাকে প্রথম দেখায় তার চোখ দুটোই তার সুভাশিত আভা এর জানান দেয় । কেমন যেন হিম ঠান্ডা এক চোরাস্রোত বুকের বা প্রান্তের উপর হতে কোনাকুনি ভাবে বয়ে যায়। হঠাৎ ঘটা এই ঘটনায় (স) এর ভিতর একটা ................. ওরে ভাই , কারেন্ট এর জন্য এখন আর লিখা গেল না। পরে বাকী অংশ গুলো লিখব।

ধন্যবাদ আজ এটা লিখব না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।