আমাদের কথা খুঁজে নিন

   

দিন ফুরালো.....



সময় যেন ছুটে চলে স্পেস শিপের গতিতে। প্রতিটি সপ্তাহের শেষে সবাই বলে টাইম ইস রানিং, আর আমার মনে হোত ফ্লাইং। সময় উড়ে চলছে। সপ্তাহান্তে মনে হয় সারা সপ্তাহ কিছুই করা হোল না । একে একে দিন ফুরালো ।

তিন মাসের সংক্ষিপ্ত এবং কর্মব্যস্ত সফর শেষে আবার প্রিয় শহর ঢাকার পথে রওয়ানা হলাম। এখন এয়ারপোর্টে আছি। জাফনার সময় কাটছে না। তাই ক্রমাগত আমাকে জ্বালিযে যাচ্ছে। ভালয় ভালয় বাড়ি পৌছতে পারলে হয়।

কাজের এখনো অনেক বাকী। তাই এই স্পেস শীপগতির সময়কে নিযে চলতে হবে আরো কম পক্ষে দুটো মাস।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।