আমাদের কথা খুঁজে নিন

   

আর কত রেজাল্ট এর পিছনে ছুটাছুটি?



আজ পড়ার জন্য পড়তে যখন ভাল লাগে না, তখনই চোখের সামনে এসে উদয় হয় একটাই শব্দ, পড় পাস করতে হবে তো। কিন্তু আমি যে ভালবাসা নিয়ে মেডিকেল এ পড়তে এসেছি তার তো এমন মুল্ল্যায়ন আমি চাই নি। কেন এমন হবে? যে একগাদা মুখস্থ করে বমি করে এসো, তবেই তুমি ভালো ছাত্র, তবেই তুমি ভাল ডাক্তার হতে পারবে? কেন এমন টা ভাবে যে ভাল রেজাল্ট হলেই সে সবকিছুতেই পারফেক্ট? কেন ভাবে সবাই এমন যে ডাক্তার রা কসাই এর সমতুল্ল্য? যে ছেলেটার লক্ষ্য হল যে আমি পাস করেই দেশের বাইরে চলে যাব, আর ফিরে আসব না, যে ছেলেটা বলতে পারে না ঠিক মত জাতীয় সঙ্গীত এর লাইন, তাকে নিয়ে কেন সবার এত মাতামাতি ? বাবা মা কেন তাকেই তাদের সন্তানের জীবনের আদর্শ বানায়?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।