আমাদের কথা খুঁজে নিন

   

রবার্ট-ক্রিস্টেন অবকাশযাপন

‘সান অনলাইন’ জানিয়েছে, সম্প্রতি কান শহরের হোটেল ‘দ্যু কাপ’-এর একটি সুইট ৫ হাজার পাউন্ড দিয়ে একরাতের জন্য ভাড়া করেছেন এই জুটি। জানা গেছে এরপর তারা ওখানকার স্থানীয় ঐতিহ্যবাহী ভাইনইয়ার্ডগুলোতে কিছুদিনের জন্য অবস্থান করবেন।
এক সূত্র জানিয়েছে, একটি সিনেমার প্রচারণার জন্য রবার্টকে কান ফিল্ম ফেস্টিভালে অংশ নিতে হবে; তাই তিনি ক্রিস্টেনকে সঙ্গী হিসেবে নিয়ে গেছেন। তারা পিকাসো জাদুঘরসহ স্থানীয় বিভিন্ন জাদুঘরের পাশাপাশি রেনোয়ার বাড়িতেও ঢুঁ মারবেন।
সূত্রটি আরও জানায়, তবে সেইসঙ্গে তারা প্রভিন্সেও যাবেন এবং সেখানকার ভাইনইয়ার্ডগুলো ঘুরে দেখবেন। সেখানে ক্যাম্পিং করার পরিকল্পনাও আছে তাদের।
বলা হয়েছে, তারা কিছুদিন ‘সাধারণ মানুষের মতো’ থাকতে চান।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।