আমাদের কথা খুঁজে নিন

   

‘শেষ সময়ে চাপের মধ্যে কাজ করতে হয়’

এ সময় এসে চাপের মধ্যে কাজ করতে হয় বলেও মন্তব্য করেন তিনি।
রোববার সকালে গোপালগঞ্জ-কোটালীপাড়া-পয়সারহাট সড়ক পরিদর্শন শেষে কোটালীপাড়া মহুয়া রেস্ট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপে একথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, আগামী দুই মাসের মধ্যে ফিটনেসবিহীন গাড়ি প্রত্যাহার করা সম্ভব নয়। তারপরও আমরা তাদের বিরুদ্ধে আগামীতে ব্যবস্থা গ্রহণ করব।
এবারের ঈদ পরবর্তী যানজটের জন্য মন্ত্রী অবৈধ যানবাহন ও সড়কের অবৈধ স্থাপনাকে দায়ী করেন।


তিনি বলেন, দেশের সড়ক, মহাসড়কের অবস্থা এখন খুবই ভাল। সড়কের জন্য কোথাও যানজটের সৃষ্টি হয়নি। ঈদের আগে বা ঠিক পরে যানজট দেখা যায়নি।
যোগাযোগমন্ত্রী বলেন, দুদিন হরতালসহ ঈদের দীর্ঘ ছুটির পর মানুষ একসঙ্গে কর্মস্থলে ছুটছেন। এছাড়া গার্মেন্টকর্মীরা ছুটি শেষে কাজে যোগ দিচ্ছেন।

সড়কে অতিরিক্ত গাড়ি ও মানুষের চাপ পড়েছে। এ কারণে যানজটের সৃষ্টি হয়েছে।
যানজটে কর্মস্থলমুখো মানুষের দুর্ভোগ সৃষ্টি হওয়ায় মন্ত্রী দুঃখ প্রকাশ করেন।
দেশের যোগাযোগ ব্যবস্থা ত্বরান্বিত করতে সড়ক নির্মাণ করে জনগণের প্রত্যাশা পূরণ করা হয় বলে দাবি করেন তিনি।
নির্দিষ্ট সময়ের মধ্যে যে ঠিকাদার সড়ক নির্মাণে ব্যর্থ হবে তাকে কালো তালিকাভুক্ত করা হবে।

বারবার যে ঠিকাদার কাজে গাফিলতি করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন মন্ত্রী।
তিনি ওই সড়কের গোপালগঞ্জ, ঘাঘর, হরিণাহাটি ও পয়সারহাট অংশে নেমে ঘুরে ঘুরে দেখেন। কাজে অগ্রগতি নিয়ে স্থানীয় বাসিন্দা, সংশ্লিষ্ট ঠিকাদার, প্রকৌশলী ও জন প্রতিনিধিদের সঙ্গেও কথা বলেন।
সেপ্টেম্বর মাসের মধ্যে এ সড়কের নির্মাণ কাজ শেষ করার নির্দেশ দেন তিনি।
এ সময় মন্ত্রীর সঙ্গে গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. খলিলুর রহমান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সড়ক বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবুল কাশেম ভুইয়া, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. ইকবাল হোসেন, গোপালগঞ্জ সড়ক বিভাগের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী সমীরণ রায় প্রমুখ উপস্থিত ছিলেন।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।