ভাই,
ঘুম থিকা উইঠা দেখি গরমে বালিশ, চাদর ভিজা চরম গরমে ঘুম ভাঙ্গে প্রতিদিন রোজার মাসে কিছু টা শান্তিতে ছিলাম। ঈদ এর ৩ দিন তো পুরা ঈদ এই ছিলাম। কারেন্ট যায় নাই।
কিন্তু, এখন ১০ মিনিট কারেন্ট থাকলে ২ ঘন্টা থাকে না। ভাবতে পারেন বাড়ায় বলতাছি।
না, একদম ই না। মাঝে মাঝে ই মিস্কল দেয় কারেন্ট, খুব কষ্ট লাগে তখন।
১টা কথা ৪/৫ দিন যাবত মাথায় উকি মারতাছে। সেটা হইল, ৫০০ মেগা ওয়াত কারেন্ট বানাইছিল সরকার। খুব কইরা প্রচার দিল মিডিয়ায়।
কিন্তু, আমার মনে হইতাছে ৫০০ মেগা ওয়াট বানানুর আগেই কারেন্ট কম যাইত। বানানুর পর থিকা বেশি যায়। কিছু পত্রিকায় ১০০ মেগা ওয়াট দেখছিলাম। কিন্তু, টিভি তে ৫০০ মেগা। এখন, আপনাদের কি মনে হয়? আপনাদের ওখানেও কি এমন ই কারেন্ট যায় ?
ইতি,
বড় কষ্টে আছি,
লাবিব
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।