আমাদের কথা খুঁজে নিন

   

এ রায় মানি না ধর্মীয় পোষাকের ব্যাপারে গণভোট চাই....

যেমন ঢাঁকের বাড়ি তেমনি নাচুনে বুড়ি.....

এখন থেকে পিতা-মাতা তার মেয়েকে ইসলামি হুকুম অর্থাৎ ধর্মীয় পোশাক পড়তে বাধ্য করতে পারবেন না। বাংলার মানুষ ধর্মীয় পোষাক চাইলে ধর্মীয় পোষাক থাকবে..........এ রায় মানি না এ ব্যাপারে গণভোট চাই.......... আদালতের কোন অধিকার নাই ধর্মীয় বিধানের বিরুদ্ধে হস্তক্ষেপ করার.......... আদালতের কোন অধিকার নাই মানুষের ধর্মীয় সেন্টমেন্টে হস্তক্ষেপ করার..... ধর্মীয় পোশাক সম্পর্কিত একটি রায় দিয়েছেন আমাদের আদালত। আদালতের রায়ে বলা হয়েছে, সর্বোচ্চ আদালতের পঞ্চম সংশোধনী বাতিলের রায়ের মাধ্যমে \'৭২-এর সংবিধান পুনঃস্থাপিত হয়েছে। আর ১৯৭২ সালের মূল সংবিধানের চার মূলনীতির অন্যতম হচ্ছে ধর্মনিরপেক্ষতা। কাজেই কোনো ব্যক্তিকে কোনোভাবেই তার ইচ্ছার বিরুদ্ধে ধর্মীয় পোশাক পরতে বাধ্য করা যাবে না। শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলের পর এবার বাংলাদেশের সীমানার মধ্যে কাউকে তার ইচ্ছার বিরুদ্ধে বোরকা (ধর্মীয় পোশাক) পরতে বাধ্য করা যাবে না বলে রায় দিয়েছে আদালত। সোমবার বিচারপতি এএইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এ রায় দেয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।