আমাদের কথা খুঁজে নিন

   

এই খোকা ওঠ

www.adityaanik.com

এই খোকা ওঠ আদিত্য অনীক আমি ফেলে এসেছি- শ্যামল মায়ের আঁচল নিঝুম ছায়া স্বপ্ন বাঁধার আওলা চুলের ফাঁদ মায়ের বুকের দুধেল টকের মায়া বাবার পিঠের ঘাম-লবনের স্বাদ। আমি ফেলে এসেছি- জারুলে পারুলে কবিতার ভরাবেলা পদ্য লেখার সবুজ ধানের মাঠ পারকা তলায় লাল শিমুলের মেলা। জোসনা বেলায় শোলক কাটার পাঠ। আমি ফেলে এসেছি- পুঁজা মন্ডপের মাধবীর মধু হাসি ধুপ্তির ধোঁয়া লাগা জলে ভেজা চোখ কুমারী পুঁজার ভিড়ে ভালবাসাবাসি বিজয়ার দিনে মাধবী হারানো শোক আমি ফেলে এসেছি- কদম ফোটার আষাঢ় শাওন মাস কুঁড়েঘর ভাসানিয়া উজানের জল মজুরের ঘরে বাইতারি উপবাস বিফল কদম ঝরা ময়ুর বাদল। আমি ফেলে এসেছি- মড়কে উজার গ্রামে অপয়ার ত্রাস আশা বঞ্চিত মানুষের সন্তাপ কলেরা ছোবলে মৃত সারি সারি লাশ প্রভূহীন কুকুরের করুণ বিলাপ।

আমি ফেলে এসেছি- বৈশাখী দাবদাহে ধু ধু করা মাঠ মেঘ-মাগা চাতকের পিপাসার জল কৃষকের গরুঘরে শকুনের হাট জৈষ্ঠের শিলাঝড়ে বিরান ফসল। আমি ফেলে এসেছি- অনাহারী মানুষের ুধার পসরা দিন শেষে মজুরীর আধা সের আটা লবন জাওয়ে উদর জব্দ করা অবুঝ শিশুর উপুর পাতিল চাটা। আমি ফেলে এসেছি- মোরগ ভোরে বাবার সুরেলা আযান আস্সালাতু খাইরু মিনান নাওম ‘এই খোকা ওঠ’ বলা পাখিদের গান শীতের কাথায় ভরা পাড়ানির ঘুম। আমি ফেলে এসেছি- আমার বাগান ভরা বেণীর গোলাপ করবী কুসুমে গাঁথা দু’হাতের বালা বুঝা আর না বুঝার কিশোর আলাপ অভিমানে ছিঁড়ে ফেলা শিউলির মালা। আমি ফেলে এসেছি- সর পড়া ঘন পাতে দুধের সাতার খেজুরের রসে ভরা গাছীর কলস টলটলে শীত জলে হলুদ পাতার বিষন্ন ঝরে পড়া নিধুয়া অলস।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।