আমাদের কথা খুঁজে নিন

   

পাট ও এর ভবিষ্যৎঃ প্রেক্ষাপট বাংলাদেশ

আমি এই আমাকে খুঁজে ফিরি সবার মাঝে………………….. তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার ভাইয়ের জন্য সেটাকেই পছন্দ করে যা সে নিজের জন্য ভালো মনে করে। আল-হাদিস

আমরা সবাই জানি কিছুদিন আগে পাটের genetic sequence আবিস্কৃত হয়েছে। আর এই পুরো কাজটাই করেছেন আমাদের দেশেরই একদল মেধাবী বিজ্ঞানী যার নেতৃত্ব দিয়েছেন এ দেশের গর্ব ড.মাকছুদুল আলম। এ আবিস্কার আমাদের দেশের জন্য নিঃসন্দেহে একটি গুরুত্বপুর্ন মাইলফলক। এ আবিস্কারের মাধ্যমে পাটের মধ্যে গুনগত পরিবর্তন আনা সম্ভব হবে।

এমনিতেই পাটের কিছু ভালো গুন আছে যেমন, পাটের deformation খুবই কম হয়। ব্যাপারটা মোটামুটি “ভাংবে তবু মচকাবে না“ টাইপের। এই দৃষ্টিকোণ থেকে পাটকে High Performance Textile Materials এর সাথে তুলনা করা যায়। আমরা আশা রাখি খুব অল্প সময়ের মধ্যেই jute কে আমরা High quality textile material হিসেবে পাব। এখন প্রশ্ন হল আমরা অদুর ভবিষ্যতে যে High quality jute পেতে যাচ্ছি তার processing and application তথা technological problem কারা solve করবে? Jute Technology উদ্ভাবিত হয় ঊনবিংশ সালে আর আজ পর্যন্ত অর্থাৎ ২০১০ সাল পর্যন্ত সেই Technology ই রয়ে গেছে।

Modern technology র ছোয়া এতে তেমন একটা এখন্ও লাগে নি। Jute Technology র পথিকৃত ইংল্যান্ডের Dandy শহর। এক সময় তারা Jute এর প্রতি আগ্রহ দেখালেও বর্তমান তাদের এ ব্যাপারে তেমন একটা আগ্রহ নেই বললেই চলে। ২য় বিশ্বযুদ্ধের প্রাক্কালে Germany তে Man Made Fibre(MMF) নিয়ে ব্যাপক গবেষনা হয়। Man Made Fibres এর আগ্রাসনে cotton পর্যন্ত হারিয়ে যেতে বসেছিল।

তখন উন্নত বিশ্বের Technologist রা হাল ধরেন এবং cotton এর হারান ঐতিহ্য ফিরিয়ে আনেন। এ জন্যই আমারা Cotton Processing Technology র ধারক হিসাবে পাই Switzerland এর RIETER, England এর PLLAT SACO LOWELL, TEX PARTS এর মত প্রতিষ্ঠান গুলো। কিন্তু পাট একসময় আশা জাগালেও উপযুক্ত পৃষ্টপোষকতার অভাবে তা প্রায় হারিয়ে যেতে বসেছে। অত্যন্ত পরিতাপের বিষয় যে বিশ্বের ৭৫% পাট উৎপাদনকারি বাংলাদেশে Jute Technology পড়াবার মত কোন প্রতিষ্ঠান নেই। আমাদের দেশের পাটকল গুলোকে তাই খুজতে হয় Dandy থেকে পাশ করা Technologist ।

অনেক পুর্বে তেজগাওয়ের টেক্সটাইল কলেজে Jute Technology নামক একটা Department থাকলেও আজ তা প্রায় লুপ্তপ্রায়। সুখের বিষয় হচ্ছে নব গঠিত Bangladesh University of Textiles(পুর্বতন College of Textile Technology, Tejgaon) এ নতুন অনেক বিষয় খোলার সিদ্ধান্ত হয়েছে যেখানে Jute Technology নামক একটা Department খোলার সম্ভাবনা রয়েছে। আমরা আশা করব Jute processing এর নতুন অনেক Technology এখান থেকে উদ্ভাবিত হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।