ব্লাডঃ এবি নেগেটিভ।
প্রভাকর পানে চৈত্রের খর উত্তাপে
দিনমান বিচিত্র বন্ধুদের সাথে কাটিয়ে
যখন সন্ধ্যায় ঘরে ফিরি,
ক্লান্ত উদাস পাখির মত কঠিন কঠোর নিলীমায়,
জীবন যুদ্ধের শত অবগাহনে
একজনকে কাছে পাবার সাধ জাগে।
নিঃসঙ্গ জীবন সীমাহীন ক্লান্তি ছড়ায়ে
আমি বিষন্ন মনে বসে থাকি ;
কাঙ্খিত একজন সাথীর খোঁজে।
রাতের প্রহর জেগে,
নিজের স্বত্তাকে বিলিয়ে,
নিদ্রা দেবীকে দূরে ঠেলে,
তন্দ্রা বিসর্জন দিয়ে-
আহত পাখীর মত পাখা ঝাপটাই।
যাকে কাছে পেতে চেয়েছি-
সে যেন সাগরের মত,
রূপ লাবণ্যে তার ঝিকমিক করে চারপাশ।
কখনো শরতের ইন্দ্রধনুর মত-
সন্ধ্যার আকাশে,
রাতের অন্ধকারে জোনাক-জোনাকীর মত পাখা মেলে,
আলো জ্বেলে,
বাতাসে ভর করে
আকাশের পথে উড়ে বেড়ায়- বিষন্ন বেদনা নিয়ে।
আর আমি- ?
তৃষ্ণার্ত জ্বালার অণির্বাণ জ্বেলে,
ব্যথা বিদ্ধ হৃদয়ে-
আনমনে মুখ থুবড়ে পড়ে থাকি।
আমি আজ ব্যর্থ মনে ফেলছি নিঃশ্বাষ।
এ যেন অশান্ত হরিণীর চকিত প্রকাশ!
সব কথা, সব আশা নিভে গেল ধূমে ;
অমাবশ্যার অন্ধকার নেমে এল মনে।
বহু অজানা পথ পেরিয়ে-
আজ এসেছি তোমার দ্বার প্রান্তে,
যত দুঃখ, যত বেদনা যা-ই থাক মনে
সবই তুমি দূরে ঠেলে, বন্ধু করে নাও মোরে।
খোঁচা মারতে পারেন
প্রভাকর পানে চৈত্রের খর উত্তাপে
দিনমান বিচিত্র বন্ধুদের সাথে কাটিয়ে
যখন সন্ধ্যায় ঘরে ফিরি,
ক্লান্ত উদাস পাখির মত কঠিন কঠোর নিলীমায়,
জীবন যুদ্ধের শত অবগাহনে
একজনকে কাছে পাবার সাধ জাগে।
নিঃসঙ্গ জীবন সীমাহীন ক্লান্তি ছড়ায়ে
আমি বিষন্ন মনে বসে থাকি ;
কাঙ্খিত একজন সাথীর খোঁজে।
রাতের প্রহর জেগে,
নিজের স্বত্তাকে বিলিয়ে,
নিদ্রা দেবীকে দূরে ঠেলে,
তন্দ্রা বিসর্জন দিয়ে-
আহত পাখীর মত পাখা ঝাপটাই।
যাকে কাছে পেতে চেয়েছি-
সে যেন সাগরের মত,
রূপ লাবণ্যে তার ঝিকমিক করে চারপাশ।
কখনো শরতের ইন্দ্রধনুর মত-
সন্ধ্যার আকাশে,
রাতের অন্ধকারে জোনাক-জোনাকীর মত পাখা মেলে,
আলো জ্বেলে,
বাতাসে ভর করে
আকাশের পথে উড়ে বেড়ায়- বিষন্ন বেদনা নিয়ে।
আর আমি- ?
তৃষ্ণার্ত জ্বালার অণির্বাণ জ্বেলে,
ব্যথা বিদ্ধ হৃদয়ে-
আনমনে মুখ থুবড়ে পড়ে থাকি।
আমি আজ ব্যর্থ মনে ফেলছি নিঃশ্বাষ।
এ যেন অশান্ত হরিণীর চকিত প্রকাশ!
সব কথা, সব আশা নিভে গেল ধূমে ;
অমাবশ্যার অন্ধকার নেমে এল মনে।
বহু অজানা পথ পেরিয়ে-
আজ এসেছি তোমার দ্বার প্রান্তে,
যত দুঃখ, যত বেদনা যা-ই থাক মনে
সবই তুমি দূরে ঠেলে, বন্ধু করে নাও মোরে।
খোঁচা মারতে পারেন
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।