টাইমস অফ ইন্ডিয়া জানায়, রিয়ালিটি শোতে অক্ষয় তার সদ্যমুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই দোবারা’র প্রচারণায় উপস্থিত হয়েছিলেন। ডান্স রিয়ালিটি শোটির চূড়ান্ত পর্বে শাহরুখ অভিনীত ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমার একটি গানের সঙ্গে উপস্থাপনা করেন প্রতিযোগীরা। আর এতে দারুণ বিরক্ত হন অক্ষয়।
টিনসেলে ওই দুই সেলিব্রিটির দ্বন্দ্ব পুরনো বিষয়। সম্প্রতি মুক্তি পেয়েছে তাদের দুজনের দুটি বড় বাজেটের সিনেমা। ‘ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই দোবারা’ সিনেমাটি ‘চেন্নাই এক্সপ্রেস’-এর এক সপ্তাহ পর মুক্তি পায়। মুক্তির পর থেকে প্রেক্ষাগৃহে দর্শকদের আকৃষ্ট করছে ‘চেন্নাই এক্সপ্রেস’। আর সেই হারে সিনেমাটিকে টক্কর দিতে পারেনি অক্ষয়ের সিনেমা। এ কারণে শাহরুখের সঙ্গে অক্ষয়ের পুরনো দ্বন্দ্ব নতুনভাবে জেগে উঠেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।